Ajker Patrika

শাহিনকে একহাত নিলেন আমিরের স্ত্রী

শাহিনকে একহাত নিলেন আমিরের স্ত্রী

মোহাম্মদ আমিরকে নিয়ে আলাপ-আলোচনা খুবই সাধারণ ঘটনা। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আমিরের উদযাপন নিয়ে প্রায়ই হচ্ছে সমালোচনা। এবার শাহিন শাহ আফ্রিদিকে খোঁচা দিলেন আমিরের স্ত্রী নারজিস আমির।

গতকাল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচে ১৯৯ এর লক্ষ্য দিয়ে ৬৩ রানের জয় পায় লাহোর। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাহিন। উইকেট নেওয়ার পর আগ্রাসী উদযাপন করেছিলেন এই বাঁহাতি পেসার। এরপর শাহিনকে উদ্দেশ্য করে আমির টুইট করেন, ‘তুমি করলে আগ্রাসন। আমি করলে তা হয় ভাব দেখানো। বাহ।’ আমিরের টুইটে সহমত পোশন করে পাল্টা টুইট করেছিলেন স্ত্রী নারজিস।

এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। পাকিস্তানের এই বাঁহাতি পেসারের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত