অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে এই দলে নেই কোনো বাংলাদেশের ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে আছেন চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। আরও আছেন প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে ফাইনাল ও টুর্নামেন্টসেরা হওয়া স্যাম কারান। সূর্যকুমার যাদব এবং সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস আছেন। পাকিস্তানের আছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
আছেন সিকান্দার রাজাও। জিম্বাবুয়ের তিন জয়ের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল
১। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২১২ রান;গড়: ৪২.৪০; স্ট্রাইক রেট;১৪৭.২২; সর্বোচ্চ: ৮৬*; ফিফটি:২
২। জস বাটলার (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২২৫ রান;গড়: ৪৫; স্ট্রাইক রেট;১৪৪.২৩; সর্বোচ্চ: ৮০*; ফিফটি:২
৩। বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ; ২৯৬ রান;গড়: ৯৮.৬৬; স্ট্রাইক রেট;১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২*; ফিফটি:৪
৪। সূর্যকুমার যাদব (ভারত): ৬ ম্যাচ; ২৩৯ রান;গড়: ৫৯.৭৫; স্ট্রাইক রেট: ১৮৯.৬৮; সর্বোচ্চ: ৬৮; ফিফটি:৩
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৫ ম্যাচ; ২০১ রান;গড়: ৪০.২০; স্ট্রাইক রেট;১৫৮.২৬; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ১
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচ; ২১৯ রান;গড়: ২৭.৩৭; স্ট্রাইক রেট;১৪৭.৯৭; সর্বোচ্চ: ৮২; ফিফটি:১; উইকেট:১০; ইকোনমি:৬.৫০; সেরা বোলিং:৩/১৯
৭। শাদাব খান (পাকিস্তান): ৭ ম্যাচ; ৯৮ রান; গড়: ২৪.৫০; স্ট্রাইক রেট:১৬৮.৯৬; সর্বোচ্চ: ৫২; ফিফটি:১; ১১ উইকেট; ইকোনমি: ৬.৩৪; সেরা বোলিং:৩/২২
৮। স্যাম কারান (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ১৩ উইকেট; ইকোনমি: ৬.৫২; সেরা বোলিং: ৫/১০
৯। এনরিখ নরকীয়া (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৫.৩৭; সেরা বোলিং:৪/১০
১০। মার্ক উড (ইংল্যান্ড): ৪ ম্যাচ; ৯ উইকেট; ইকোনমি: ৭.৭১; সেরা বোলিং:৪/১০
১১। শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ৭ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৬.১৫; সেরা বোলিং: ৪/২২
দ্বাদশ ক্রিকেটার: হার্দিক পান্ডিয়া (ভারত): ৫ ম্যাচ; ১২৮ রান; গড়:২৫.৬০; স্ট্রাইক রেট:১৩১.৯৫; সর্বোচ্চ:৬৩; ফিফটি:১; ৮ উইকেট; ইকোনমি: ৮.১১; সেরা বোলিং:৩/৩০
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে এই দলে নেই কোনো বাংলাদেশের ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে আছেন চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। আরও আছেন প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে ফাইনাল ও টুর্নামেন্টসেরা হওয়া স্যাম কারান। সূর্যকুমার যাদব এবং সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস আছেন। পাকিস্তানের আছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
আছেন সিকান্দার রাজাও। জিম্বাবুয়ের তিন জয়ের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল
১। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২১২ রান;গড়: ৪২.৪০; স্ট্রাইক রেট;১৪৭.২২; সর্বোচ্চ: ৮৬*; ফিফটি:২
২। জস বাটলার (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২২৫ রান;গড়: ৪৫; স্ট্রাইক রেট;১৪৪.২৩; সর্বোচ্চ: ৮০*; ফিফটি:২
৩। বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ; ২৯৬ রান;গড়: ৯৮.৬৬; স্ট্রাইক রেট;১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২*; ফিফটি:৪
৪। সূর্যকুমার যাদব (ভারত): ৬ ম্যাচ; ২৩৯ রান;গড়: ৫৯.৭৫; স্ট্রাইক রেট: ১৮৯.৬৮; সর্বোচ্চ: ৬৮; ফিফটি:৩
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৫ ম্যাচ; ২০১ রান;গড়: ৪০.২০; স্ট্রাইক রেট;১৫৮.২৬; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ১
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচ; ২১৯ রান;গড়: ২৭.৩৭; স্ট্রাইক রেট;১৪৭.৯৭; সর্বোচ্চ: ৮২; ফিফটি:১; উইকেট:১০; ইকোনমি:৬.৫০; সেরা বোলিং:৩/১৯
৭। শাদাব খান (পাকিস্তান): ৭ ম্যাচ; ৯৮ রান; গড়: ২৪.৫০; স্ট্রাইক রেট:১৬৮.৯৬; সর্বোচ্চ: ৫২; ফিফটি:১; ১১ উইকেট; ইকোনমি: ৬.৩৪; সেরা বোলিং:৩/২২
৮। স্যাম কারান (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ১৩ উইকেট; ইকোনমি: ৬.৫২; সেরা বোলিং: ৫/১০
৯। এনরিখ নরকীয়া (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৫.৩৭; সেরা বোলিং:৪/১০
১০। মার্ক উড (ইংল্যান্ড): ৪ ম্যাচ; ৯ উইকেট; ইকোনমি: ৭.৭১; সেরা বোলিং:৪/১০
১১। শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ৭ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৬.১৫; সেরা বোলিং: ৪/২২
দ্বাদশ ক্রিকেটার: হার্দিক পান্ডিয়া (ভারত): ৫ ম্যাচ; ১২৮ রান; গড়:২৫.৬০; স্ট্রাইক রেট:১৩১.৯৫; সর্বোচ্চ:৬৩; ফিফটি:১; ৮ উইকেট; ইকোনমি: ৮.১১; সেরা বোলিং:৩/৩০
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৪ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে