Ajker Patrika

বৃথা গেল মিঠুনের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৮: ৩৯
বৃথা গেল মিঠুনের সেঞ্চুরি

দুই দলেরই সুপার লিগ পর্ব আগেই নিশ্চিত হয়েছে। তবু সবার চোখ ছিল প্রাইম ব্যাংক-আবাহনী লিমিটেড ম্যাচে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আমেজ ছড়ানো দশম রাউন্ডের শেষ ম্যাচটি যে ছিল পয়েন্ট তালিকার তিনে ওঠার টক্কর।

বাংলা নববর্ষের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ খানেক দর্শকও এসেছিলেন খেলা দেখতে। লড়াইটা জম্পেশ না হলেও সেঞ্চুরি করে তাঁদের বিনোদন দিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক মোহাম্মদ মিঠুন আলী। তবে তাঁর অধিনায়কোচিত ইনিংস ম্লান করে ২৮ রানের জয় পেয়েছে আবাহনী।

আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৭১ রান তোলে আবাহনী। জবাবে প্রাইম ব্যাংক অলআউট হয় ২৪৩ রানে। এ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থেকে লিগ পর্ব শেষ করল ধানমন্ডির ক্লাবটি। দুই পয়েন্ট কম নিয়ে প্রাইম ব্যাংকের অবস্থান চারে।

মেঘাচ্ছন্ন দিনে ম্যাচ জিততে বড় স্কোরই টপকাতে হতো প্রাইম ব্যাংককে। তবে প্রথম ওভারেই তাদের নাকানি-চুবানি খাওয়ান মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম দুই বলে ফেরান ছন্দে থাকা এনামুল হক বিজয় (০) ও অভিমন্যু ঈশ্বরনকে (০)।

শুরুতেই বিপর্যয়ে পড়া দলকে উদ্ধারের দায়িত্ব পড়ে শাহাদাত হোসেন দিপু ও দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার ষোলোকলা পূরণ করে আসা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাঁধে। তবে ঘরোয়া ওয়ানডে লিগেও যেন টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। ৩৪ বলে ১৫ রান তুলতেই গলদঘর্ম মুমিনুল, ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।

চতুর্থ উইকেট জুটিতে দিপুকে সঙ্গ দেন অধিনায়ক মিঠুন। তাঁদের ব্যাটে দলীয় হাফ সেঞ্চুরি পার করলেও ৭৮ রানে দিপুকে প্যাভিলিয়নের পথ দেখান তানভীর ইসলাম। একটু পর নাসির হোসেনকেও (৭) ফেরান ফেরান এই স্পিনার।

১০৫ রানে পাঁচ ব্যাটার আউট হলে রয়েসয়ে খেলতে থাকেন মিঠুন। আরেক প্রান্তে আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজারা।

একক লড়াইয়ে দলের ২০০-এর গণ্ডি পেরোনোর পাশাপাশি নিজেও তিন অঙ্ক স্পর্শ করেন জাতীয় দল থেকে বাদ পড়া মিঠুন। তাঁর ৮ চার ও ৫ ছক্কায় সাজানো ১০৩ রানের ইনিংসটি শেষ হয় রানআউটে কাটা পড়ে। মিঠুন আউট হতেই আবাহনীর জয়ও এক রকম নিশ্চিত হয়ে যায়। যদিও তাঁর রানআউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

শেষ দিকে রকিবুল হাসান অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ তানজিম হাসানের বলে বোল্ড হওয়ার আগে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন চারজন বোলার।

এর আগে হনুমা বিহারির ফিফটি, মোসাদ্দেক হোসেন সৈকতের ৪০ ও চার ব্যাটারের ত্রিশ ছোঁয়া ইনিংসে ২৭১ রানের লড়াকু পুঁজি পায় আবাহনী। ৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার মেহেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত