Ajker Patrika

‘টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের প্রয়োজন’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৭: ৪০
‘টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের প্রয়োজন’

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রস টেলর। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে বর্ণময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেলর। বিদায়ী ম্যাচের আগে আজ ক্রাইস্টচার্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই কিউই অধিনায়ক। তাঁর কথাবার্তার অনেকটা অংশজুড়ে থাকল বাংলাদেশ।

ক্যারিয়ারজুড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশকে খাবি খেতে দেখেছেন টেলর। তবে মাউন্ট মঙ্গানুইয়ে এক অন্য বাংলাদেশকে দেখেন। নিজেদের হার ছাপিয়ে টেস্ট ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই বাংলাদেশকেই প্রয়োজন বলে মনে করেন ৩৭ বছর বয়সী টেলর। তাঁর মতে, ‘নিরপেক্ষভাবে দেখলে এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা ওদের কাছে উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’ 

নিউজিল্যান্ড সফরের আগে সাম্প্রতিক সময়ে টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তো আড়াই দিনের ব্যবধানে হেরেছিল মুমিনুল হকের দল। মাউন্ট মঙ্গানুই টেস্ট সে হিসেবে অনন্য এক অর্জন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে অন্য এক মাত্রা যোগ করবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেলরও মানছেন সেটা, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশ) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছর নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত