Ajker Patrika

বাংলাদেশের খেলা দেখতে কাজও বিসর্জন দেওয়া যায়

নিজস্ব প্রতিবেদক, শারজা থেকে
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০২
বাংলাদেশের খেলা দেখতে কাজও বিসর্জন দেওয়া যায়

আজ সাপ্তাহিক কিংবা সরকারি কোনো ছুটি নয় শারজায়। তবু তপ্ত দুপুরে স্টেডিয়ামের দিকে মানুষের স্রোত। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মূল্যবান কর্মঘণ্টা ফেলে এসেছেন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে। 

মাদারীপুরের শারজা-প্রবাসী আব্দুল আজিজ শারজায় থাকেন তিন বছর হলো। স্টেডিয়ামের ঢোকার পথে তাঁর কাছে যেমন জানতে চাওয়া হলো, এই যে মূল্যবান কর্মঘণ্টা ফেলে খেলা দেখতে এলেন, এতে সমস্যা হবে না? ‘সমস্যা একটু তো হয়ই। কিন্তু বাংলাদেশের ম্যাচের কাছে সেটা কিছুই নয়। শারজায় বাংলাদেশ ম্যাচ খেলছে, সেটা না দেখলে হয় নাকি!’ —বলছিলেন আজিজ। একই উত্তর মিলল তাঁর পাশে থাকা কুমিল্লার প্রবাসী তুষারের কাছ থেকেও।

তুষার-আজিজই শুধু নন, আজ শারজায় আসা অধিকাংশ বাংলাদেশি দর্শকদের কাছ থেকে একই উত্তর মিলবে। তাঁদের একটাই চাওয়া, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ উজ্জ্বল করবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। আবেগের একটা বিষয় তো আছেই, বাংলাদেশি দর্শকেরা আজ বিশেষ আত্মবিশ্বাসী হচ্ছে আরেকটি কারণে। তাঁরা মনে করেন, সাকিব আল হাসানের নেতৃত্বে এই বাংলাদেশ দারুণ খেলবে।

এশিয়া কাপ অভিযানের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পেয়েছেন সাকিব। টস জিতে নিয়েছেন ব্যাটিং। সাকিব টস জিততেই গর্জন উঠেছে প্রায় ভরে ওঠা শারজার গ্যালারি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলে আজ মূল্যবান কর্মঘণ্টা ছেড়ে খেলা দেখতে আসাটা স্বার্থকই হবে তাঁদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত