Ajker Patrika

দেখেছি আর খেলেছি, বললেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেখেছি আর খেলেছি, বললেন শান্ত

নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা কম হয়নি। অবশ্য ১০৮.১৬ স্ট্রাইক রেট টি-টোয়েন্টি ক্রিকেটে একজন টপ অর্ডার ব্যাটারের সঙ্গে বেশ যুতসইও না। সমালোচনা সম্পর্কে শান্তও ভালোভাবে জানেন। সেসব কিছুর জবাবই যেন আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দিয়েছেন এই ব্যাটার। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেছে শান্তর রুদ্ররূপ। খেলেছেন ৩০ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস। অশান্ত হয়ে ওঠা টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্রুততম ফিফটি করেছেন আজ। ২৭ বলে করেছেন টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি। ১৭০ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৮টি চার। তাঁর অসাধারণ ইনিংসে সৌজন্যে ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। 

ম্যাচজয়ী ইনিংস খেলে শান্ত হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন, ভয়–ডরহীন ব্যাটিংই করেছেন তিনি আজ। উইকেট পড়লেও সেটা নিয়ে মাথা ঘামাতে চাননি। তিনি বললেন, ‘আমি শুধু বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। দুই উইকেট পড়ার পরও আমি খুব বেশি চিন্তিত ছিলাম না।’ 

শান্ত অবশ্য জয়ের কৃতিত্ব সতীর্থদেরও দিয়েছেন, ‘তৌহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে, বোলাররা যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল, বিশেষ করে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। রনি ও লিটন খুব ভালো শুরু এনে দিয়েছে, যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুটা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত