Ajker Patrika

বাংলাদেশের গলার কাঁটা হয়ে রইলেন আইয়ার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের গলার কাঁটা হয়ে রইলেন আইয়ার

শেষ বলে অক্ষর প্যাটেলের আউটের মধ্যে দিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুর ধাক্কা সামলে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আইয়ার। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরু করেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল। ব্যক্তিগত ২০ রানে গিল আউট পর একটা ধাক্কা খায় ভারত। ৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৩ উইকেটের দুটি নেন তাইজুল ইসলাম অন্যটি খালেদ আহমেদ। অধিনায়ক লোকেশ ২২ রান করলেও মাত্র ১ রানে ফিরে যান বিরাট কোহলি। 

দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলেও দ্বিতীয় সেশনটা ভারতের। পিচে এসে চেতেশ্বর পূজারার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ঋশভ পন্ত। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন দুজনে। দ্বিতীয় সেশনে ভারত ৮৯ রান তুলে মাত্র ১ উইকেট হারিয়ে। ওয়ানডে স্টাইলে ৪৫ বলে ৪৬ রান করে এ সময় আউট হন পন্ত। ৬ চারের সঙ্গে প্রথম দিনের ২ ছক্কাও এসেছে এই উইকেট রক্ষকের ব্যাট থেকে। তবে সেশনটা বাংলাদেশেরও হতে পারত যদি পূজারা ও আইয়ারের ক্যাচ মিস না করতেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। 

পন্ত-পূজারা জুটি শুরুর ধাক্কা সামলে নিলেও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন আইয়ার ও পূজারা জুটি। পঞ্চম উইকেটে ১৪৯ রান এনে দিয়েছেন দুজনে। শেষ দিকে পূজারা ও অক্ষরকে আউট করে তৃতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৯০ রানে পূজারা আউট হলেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছেন আইয়ার। ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করবেন অপরাজিত এই ব্যাটার। আর অক্ষর দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের শিকার হওয়ার আগে ১৪ রান করেছেন। ৮৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত