Ajker Patrika

গাভাস্কারের নামে ভুয়া আর্টিকেল প্রচার, আইনি লড়াইয়ের হুমকি

ক্রীড়া ডেস্ক    
ভুয়া আর্টিকেল ছাপানোয় খেপেছেন গাভাস্কার। ছবি: সংগৃহীত
ভুয়া আর্টিকেল ছাপানোয় খেপেছেন গাভাস্কার। ছবি: সংগৃহীত

কোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। এটাকে ইস্যু বানিয়েই ক্রিকেট কেপশন নামে একটি ওয়েসবাইট গাভাস্কারকে নিয়ে ভুয়া আর্টিকেল প্রচার করেছে। ওয়েবসাইটে পরশু প্রকাশিত হয়েছিল, ‘পার্থে যেহেতু ভারত রাজত্ব করছে, সেক্ষেত্রে বুমরার অধিনায়কত্ব ও কোহলির নেতৃত্ব অবশ্যই চলা উচিত। রোহিত ফিরলে নেতৃত্বে পরিবর্তন আনাটা উচিত না।’ এমন খবর প্রচারের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জবাব দিয়েছেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি সুনীল গাভাস্কার। ক্রিকেট কেপশন নামে একটি ওয়েবসাইট আছে। তারা আমার নাম দিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে। বলতে চাচ্ছি যে এটা পুরোপুরি ভুয়া। এখানে আমি লিখিইনি।’

ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কার কাজ করছেন অনেক দিন ধরেই। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে প্রায় সময় বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমে মতামত জানিয়ে থাকেন তিনি। সেকারণে তাঁর মতো ব্যাটিং কিংবদন্তির কথা শুনতে স্বাভাবিকভাবেই অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবার যখন তাঁর নামে ভারতীয় ক্রিকেট দল নিয়ে এমন কথা প্রচার করা হলো বেনামি ওয়েবসাইটে, তখন তাদের বার্তা দেওয়ার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদেরও সতর্ক করেছেন তিনি। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘ওয়েবসাইটকে বলছি লেখাটা তৎক্ষণাৎ তুলে নিতে। দয়া করে ক্ষমা চান। যদি সেটা তাড়াতাড়ি না করেন, এটা আমার লিগাল টিমকে জানাব । আপনারা যা পড়েছেন, তা বিশ্বাস করবেন না। এটা পুরোপুরি ভুয়া একটা আর্টিকেল এবং আমার নামে ছাপানো হয়েছে।’

বিশ্বের যেকোনো প্রান্তে খেলা হলেই ভারতের পতাকার ব্যানারে গ্যালারিতে হাজির হয় ‘ভারত আর্মি’। তবে পার্থের গ্যালারিতে ভারতীয় পতাকার ওপর কিছু লেখা যে কিছুতেই নজর এড়ায়নি গাভাস্কারের। গতকাল টেস্টের দ্বিতীয় দিনে এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়ার সময় ‘ভারত আর্মি’কে নিয়ে তোপ দেখেছেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আমার জানামতে ভারতে এটা মেনে নেওয়ার মতো না। এরা সত্যিকারের ভারতীয় বলেও মনে হচ্ছে না। কতজনের ভারতীয় পাসপোর্ট আছে, সেটা নিয়েও সন্দেহ আছে। ভারতীয় পতাকার মাহাত্ম্য তারা জানেন না।’ ভারতের আইনেই বলা হয়েছে, তাদের জাতীয় পতাকার ওপর কোনো লেখা থাকতে পারবে না।

পার্থে গত পরশু শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২১ ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ৫ উইকেটে ৩৮৯ রান। সফরকারীদের লিড ৪৩৫ রানের। কোহলি ৫৫ রানে ব্যাটিং করছেন। এর আগে যশ্বসী জয়সওয়াল রেকর্ড বই তছনছ করে ১৬১ রানের ইনিংস খেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত