Ajker Patrika

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, আথারটনের ভবিষ্যদ্বাণী 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২: ১১
বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, আথারটনের ভবিষ্যদ্বাণী 

ইতিহাস জানাচ্ছে, ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এখন পর্যন্ত মোট সাতবার দেখা হয়েছে দুই দলের, প্রতিবারই জিতেছে ভারত। এমনিতে ওয়ানডে পরিসংখ্যানের জয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে একবারের জন্যও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

বিশ্বকাপে দেখা হলে প্রতিবারই ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে নামে পাকিস্তান, কিন্তু ম্যাচ শেষে দেখা যায় তাদের কপালে জোটে না জয়। তবে এবার ভিন্ন কিছু হবে বলে আশা করছেন মাইকেল আথারটন। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান।

স্কাই স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন আথারটন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এতে গ্যালারি কানায় কানায় পূর্ণ হবে সন্দেহ নেই তাঁর। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার সাহসী ভবিষ্যদ্বাণী হিসেবে বলছি, ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাবে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত তাদের ফল সাত ম্যাচের মধ্যে শূন্য। এটি টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে, সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা না হলে। নিশ্চিতভাবেই গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। জমজমাট এক লড়াই হবে এবং পাকিস্তান সারপ্রাইজ দেবে।’

আথারটনের কথা সত্যি হবে কি না, তা জানা যাবে ১৪ অক্টোবর আহমেদাবাদে। টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সেদিন হবে। তবে তার আগে আজ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি হবে হায়দরাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত