Ajker Patrika

পাকিস্তান জয় করে ৩ লাখ রুপি পেলেন রিশাদ, কী বললেন তিনি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১: ৫৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

পাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।

ছন্দে থাকা রিশাদ দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৬ উইকেট। এবারের পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। করাচি কিংসের বিপক্ষে গত রাতে ম্যাচ শেষেই তাঁর মাথায় উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ টুপি’। গত রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস পোস্ট করেছেন রিশাদের ছবি। ছবিতে পিএসএলে রিশাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে দারুণভাবে। নাফীস লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়...’।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে করাচির বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপির ‘দিনের সুপারপাওয়ার’ নামে পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৩০ হাজার টাকা। আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ সেই পুরস্কারের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশি লেগ স্পিনার ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’

করাচির ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে এক প্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে। লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ে ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার। সেই চার বোলার হলেন শাদাব খান, জেসন হোল্ডার, শাহিন ও হাসান আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত