Ajker Patrika

মাস না যেতেই ভারতীয় পেসারের বিরুদ্ধে ধর্ষণের দ্বিতীয় মামলা

ক্রীড়া ডেস্ক    
আইপিএলের বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ইয়াশ দয়াল। ছবি: বিসিসিআই
আইপিএলের বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ইয়াশ দয়াল। ছবি: বিসিসিআই

কদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে প্রথমে শারীরিক সম্পর্কে বাধ্য করেন দয়াল। ২০২৩ সালে যখন তিনি নাবালিকা ছিলেন (১৭ বছর), তখন একাধিকবার তাঁকে ধর্ষণ করেন এ পেসার। গত এপ্রিলে আইপিএল চলাকালীনও তাঁকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। জয়পুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

এই মাসে দয়ালের বিরুদ্ধে ধর্ষণের দ্বিতীয় মামলা এটি। জুলাইয়ের শুরুতে গাজিয়াবাদে একজন নারী ধর্ষণ মামলা করেন। তবে কিশোরীর মামলাটি শিশু সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ অনুযায়ী রেকর্ড হয়েছে। এসব ধারায় কমপক্ষে ১০ বছরের জেল হয় থাকে।

গাজিয়াবাদে প্রথম নারীর করা মামলায় এলাহাবাদ হাইকোর্ট থেকে দয়ালের গ্রেপ্তার আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে তদন্ত চলবে। এবার নতুন মামলায় কোর্ট সিদ্ধান্ত দেন সেটি দেখার অপেক্ষা। দয়াল সবশেষ আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ফাইনালে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত