Ajker Patrika

ডিপিএলে আশা বাঁচিয়ে রাখলেন সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিপিএলে আশা বাঁচিয়ে রাখলেন সাকিবরা

জ্যাক লিনটটের কাছে ধরাশয়ী হল ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৮০ রানের গুটিয়ে যায় তারা। ১০ রানের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলার আশা এখনো বেঁচে রইল মোহামেডানের।

মোহর শেখ-আনিসুল ইসলামরা বেশ ভালোভাবেই তারকা নির্ভর মোহামেডানকে ১৯০ রানেই বেঁধে ফেলে। কিন্তু তারুণ্য নির্ভর ব্রাদার্সের ব্যাটিং অর্ডার এর প্রতিদান দিতে পুরোপুরি ব্যর্থ হলো। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে একে একে ইংলিশ রিস্ট স্পিনার লিনটট তুলে নেন ৫ উইকেট।

ওপেনার আনিসুল ইসলামের ৪০ ও মিডল অর্ডার ব্যাটার জাহিদুজ্জামান খানের ৪১ রান ব্রাদার্সকে জয়ের সম্ভাবনা দেখালেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় তারা। গত মৌসুমে সুপার লিগ খেলার সৌভাগ্য হয়নি মোহামেডানের। এবারও শুরুতে টানা চার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কা জেগেছিল তাদের। কিন্তু সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিনটটরা ফেরার পর টানা চার ম্যাচেই জয় পেল মোহামেডান। এতে তাদের সুপার লিগ খেলার আশাও বেঁচে রইল।

৯ম রাউন্ড শেষে মোহামেডানের ৯ পয়েন্ট। রবিন রাউন্ড লিগ পর্বে আরও দুটি ম্যাচ আছে তাদের। ব্যাটে-বলে নিঙড়ে দেন সাকিবও। বোলিংয়ে ১০ ওভার করে ৩টি মেডেনসহ মাত্র ৩০ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদের ৬৮ বলে ৫৮, সাকিবের ৪৫ বলে ৩৭ রান দলের স্কোর বাড়ালেও লড়াইয়ের পুঁজিটা এল লিনটটের ব্যাট থেকেই।

৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫২ বলে ২৮ রান আসে এই ইংলিশ ব্যাটারের ব্যাট থেকে। তাতে ৪৫.৪ ওভারে ১৯০ রান করে মোহামেডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত