Ajker Patrika

ক্রিকেটে মনোযোগ ধরে রাখাই যখন কঠিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটে মনোযোগ ধরে রাখাই যখন কঠিন

‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটক যেন এখন দাবি তোলার মঞ্চ! আগের দিন টেস্ট দল থেকে সাকিবকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছিলেন সাকিববিরোধীরা। একই জায়গায় গতকাল বিক্ষোভ দেখালেন সাকিবভক্তরা। কাল বেলা ৩টার দিকে যখন সাকিব আল হাসানকে বাদ দিয়ে তাঁর বিকল্প হিসেবে হাসান মুরাদকে দলভুক্তির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিসিবি, তার আগে থেকেই শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে জড়ো হতে থাকেন সাকিবিয়ানরা।

আগের দিন স্টেডিয়ামের বাইরে সাকিববিরোধীদের যতটা উপস্থিতি ছিল, তার চেয়ে এদিন বেশি উপস্থিতি ছিল সাকিব-সমর্থকদের। সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান নেন তাঁরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন স্টেডিয়ামের আশপাশ। প্ল্যাকার্ড, ব্যানারও ছিল তাঁদের হাতে। একপর্যায়ে সাকিব-সমর্থকদের একটি প্রতিনিধিদল বিসিবির কাছে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়। চারটি দাবির অন্যতম হলো—দেশে ফিরিয়ে এনে মিরপুরে সাকিবকে শেষ ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। দেশে অবস্থানকালে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনা সাকিব-সমর্থকদের।

সাকিবকে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে দেওয়ার সমর্থনে যাঁরা এদিন শেরেবাংলা স্টেডিয়ামের সামনে যেতে পারেননি, তাঁরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। সাকিবের ‘গুরু’ খ্যাত কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনের একটি পোস্ট তো গতকাল ভাইরালই হয়ে গেছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এত রাগ বা কষ্ট অনুভব করিনি, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনো নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়ামায়া জিনিসটা আমাদের মধ্য থেকে উঠে গেছে।’

সাকিবকে খেলার সুযোগ না দেওয়া দুঃখজনক জানিয়ে ওই পোস্টে সালাহ উদ্দিন আরও লিখেছেন, ‘কটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করেছে বলে এরা খুনি?’

শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে একদিন সাকিববিরোধীদের সমাবেশ, আরেক দিন সাকিব-সমর্থকদের। সব মিলিয়ে স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন অতিথি প্রোটিয়া ক্রিকেটাররা। তবে দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাঁদের অনুশীলন বিলম্বিত হয়েছে। নতুন কোচ ফিল সিমন্সের নেতৃত্বে গতকাল প্রথমবারের মতো অনুশীলনের পরিকল্পনা ছিল বাংলাদেশ দলের। বৃষ্টির কারণে সেটা পুরোপুরি সম্ভব হয়নি। তবে ইনডোরে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাদমান ইসলাম ও জাকের আলী খানিকটা ব্যাটিং অনুশীলন করেছেন। ফিল সিমন্স কিছুটা সময় সেখানে উপস্থিত থেকে অনুশীলন দেখেছেন।

বাংলাদেশ দল বিকেলে বাসে করে যখন স্টেডিয়াম ছেড়ে যায়, তখনো বিক্ষোভ চলছিল সাকিবিয়ানদের। কোচ সিমন্সও গাড়ির জানালা থেকে তাঁদের বিক্ষোভ প্রত্যক্ষ করেন। সাকিব খেলছেন কি না, তা নিয়ে একটা কৌতূহল ছিল সফরকারী দলেরও।

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এর আগেও বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন সমর্থকেরা। তবে গত কদিনে যে দৃশ্য দেখা গেছে, এটা বিরল। তাতে ক্রিকেটে মনোযোগ রাখা কঠিন শান্তদের। যতই চেষ্টা করুন, আলোচনায় মাঠের বাইরের বিষয় এসে যাচ্ছে। শুধুই কি সাকিব ইস্যু, কখনো এসে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের ইস্যুও।

আগের দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল, মিরপুরে সাকিবের বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না। গতকাল তাঁর বদলি হিসেবে তরুণ বাঁহাতি স্পিনার মুরাদ হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছে ২৪ বছর বয়সী মুরাদ। এশিয়াডে বাংলাদেশের জার্সিতে ২টি টি-টোয়েন্টি খেলা মুরাদ গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। এবার কি টেস্ট ক্যাপ মাথায় উঠবে তাঁর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত