নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সন্তানদের কাছে বাবা মানেই আবদারের প্রথম নাম। ভালোবাসার প্রথম পুরুষ। কখনো বন্ধু, কখনো কড়া ‘হেডমাস্টার’। সন্তানকে নিয়ে ৩৬৫ দিনই যে বাবা ভাবেন, আজ সেই বাবাকে ভাবার দিন–‘বাবা দিবস’। সামাজিক যোগাযোগমাধ্যমের পর্দায় তাই তো মধ্যরাত থেকেই বাবাদের উপস্থিতি। বাবাকে নিয়ে স্মৃতিচারণের এ দিবসে মুশফিকুর রহিম–তামিম ইকবাল-সাইফউদ্দিনরাও আছেন। এই তারকা ক্রিকেটাররাও বাবাকে নিয়ে ফেসবুকে লিখেছেন নানা মজার স্মৃতি, আছে দুঃখজাগানিয়া গল্পও।
বাবা মুশফিকের সুপারহিরো
বাংলাদেশের খেলা মানেই গ্যালারিতে একজনের অবশ্যম্ভাবী উপস্থিতি। লাল সবুজের পতাকা ওড়াতে ওড়াতে শ্মশ্রুমণ্ডিত প্রবীণ মানুষটা বাংলাদেশের হয়ে গলা ফাটাতে থাকেন। মুশফিকুর রহিমের ব্যাট হেসে উঠলে তো কথাই নেই। চোখে–মুখ ঠিকরে বেরোয় হাসির ঝিলিক। হবেই বা না কেন? মাহবুব হামিদ নামের এই মানুষটা যে মুশফিকের বাবা।
গ্যালারির কাছাকাছি গিয়ে মুশফিক বাবার আদর ‘খাচ্ছেন’–নিজের ফেসবুকে পেজে এমন একটি ছবি শেয়ার করেছেন এই ব্যাটসম্যান। আর ছবির ওপরে বাবাকে নিয়ে লিখেছেন, ‘আমি ও আমার দেশকে উৎসাহ দেওয়ার জন্য মিরপুর থেকে গাব্বা, কিংবা লর্ডস–আমার সুপারহিরো বাবা সব সময় মাঠে উপস্থিত থাকেন। তাঁর আশীর্বাদ সত্যিই আমাকে দেশের হয়ে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে ভালোবাসি।’
বর্তমানে এক সন্তানের বাবা মুশফিকুর শুধু নিজের বাবাকে নয়, শুভকামনা জানিয়েছেন পৃথিবীর সব বাবাকে।
বাবার জন্য তামিমের দোয়া
তামিম ইকবালের এত দূর আসার পেছনের মানুষটা ছিলেন বাবা ইকবাল খান। ওয়ানডে অধিনায়কও ছিলেন বাবার নেওটা–সব সময় ঘুমাতেন বাবার বুকের ওপর। সেই বাবাটাই আজ নেই। ২০০০ সালে যখন ইকবাল খান মারা যান–তখন তামিমই ছিলেন পাশে। যে বাবার অনুপ্রেরণায় আজ তামিম দেশসেরা ওপেনার, সেই বাবাই দেখে যেতে পারেননি দুই ছেলের জাতীয় দলের হয়ে খেলার দৃশ্য। সেই আফসোসের কথা নাফিস ইকবাল ও তামিম ইকবাল অনেকবারই বলেছেন।
বাবা দিবসে অচেনা ভুবনের বাসিন্দা হয়ে যাওয়া বাবার জন্য তাই দোয়াই করলেন তামিম। বাবার সঙ্গে ছোটকালের একটি ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘হে আমাদের পালনকর্তা! বাবা–মায়ের প্রতি প্রতি রহম করুণ; যেমনিভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’
একই সঙ্গে নিজের দুই সন্তানের সঙ্গে ছবিও জুড়িয়ে দিয়েছে লিখেছেন, ‘পৃথিবীর সব বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।’
বাবার সঙ্গে একটি ছবিও নেই সাইফউদ্দিনের
তামিমের মতো সাইফউদ্দিন হারিয়েছেন বাবাকে। তবে এই অলরাউন্ডারের গল্পটা আরও দুঃখজাগানিয়া। বাবার সঙ্গে একটি ছবিও তোলা হয়নি, তার আগেই পৃথিবী থেকে চলে গেছেন তিনি। বাবার কথা ভেবে তাই আজ একটু বেশিই মন খারাপ সাইফউদ্দিনের।
ফেসবুকে বাবা আবদুল খালেকের একটি ছবি শেয়ার করে সাইফউদ্দিন লিখেছেন, ‘সব সময় খুব আফসোস হয় এই ভেবে বাবার সঙ্গে একটা ছবিও নেই আমার। আমার পক্ষ থেকে সকল বাবাকে সালাম এবং ভালোবাসা ।’
বাবাকে প্রাপ্য সম্মানের চেয়েও বেশি মর্যাদা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান এই অলরাউন্ডার।
বাবাকে স্মরণ তাসকিনেরও
তাসকিন আহমেদের সঙ্গে তাঁর বাবা আবদুর রশিদের দারুণ সম্পর্কের কথা কেই–বা না জানে! মাঝে মাঝে ফেসবুকে বাবার সঙ্গে ধরা দেন এই পেসার। বাবা দিবসেও যথারীতি হাজির হলেন ফেসবুকের পর্দায়। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর মধ্যে দুটি ছবিতে তাসকিনের সঙ্গে বাবা আবদুর রশিদ তো আছেনই, দুটিতে আছে তাসকিনের ছেলে তাশফিন আহমেদ রিহানও। তবে বেশি কিছু লেখেননি তাসকিন। শুধু লিখলেন, শুভ বাবা দিবস। যে বাবা সব সময় থাকেন হৃদয়ে, সেই বাবাকে নিয়ে বাইরে বেশি কিছু লিখতেই বা কেন হবে?
ঢাকা: সন্তানদের কাছে বাবা মানেই আবদারের প্রথম নাম। ভালোবাসার প্রথম পুরুষ। কখনো বন্ধু, কখনো কড়া ‘হেডমাস্টার’। সন্তানকে নিয়ে ৩৬৫ দিনই যে বাবা ভাবেন, আজ সেই বাবাকে ভাবার দিন–‘বাবা দিবস’। সামাজিক যোগাযোগমাধ্যমের পর্দায় তাই তো মধ্যরাত থেকেই বাবাদের উপস্থিতি। বাবাকে নিয়ে স্মৃতিচারণের এ দিবসে মুশফিকুর রহিম–তামিম ইকবাল-সাইফউদ্দিনরাও আছেন। এই তারকা ক্রিকেটাররাও বাবাকে নিয়ে ফেসবুকে লিখেছেন নানা মজার স্মৃতি, আছে দুঃখজাগানিয়া গল্পও।
বাবা মুশফিকের সুপারহিরো
বাংলাদেশের খেলা মানেই গ্যালারিতে একজনের অবশ্যম্ভাবী উপস্থিতি। লাল সবুজের পতাকা ওড়াতে ওড়াতে শ্মশ্রুমণ্ডিত প্রবীণ মানুষটা বাংলাদেশের হয়ে গলা ফাটাতে থাকেন। মুশফিকুর রহিমের ব্যাট হেসে উঠলে তো কথাই নেই। চোখে–মুখ ঠিকরে বেরোয় হাসির ঝিলিক। হবেই বা না কেন? মাহবুব হামিদ নামের এই মানুষটা যে মুশফিকের বাবা।
গ্যালারির কাছাকাছি গিয়ে মুশফিক বাবার আদর ‘খাচ্ছেন’–নিজের ফেসবুকে পেজে এমন একটি ছবি শেয়ার করেছেন এই ব্যাটসম্যান। আর ছবির ওপরে বাবাকে নিয়ে লিখেছেন, ‘আমি ও আমার দেশকে উৎসাহ দেওয়ার জন্য মিরপুর থেকে গাব্বা, কিংবা লর্ডস–আমার সুপারহিরো বাবা সব সময় মাঠে উপস্থিত থাকেন। তাঁর আশীর্বাদ সত্যিই আমাকে দেশের হয়ে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে ভালোবাসি।’
বর্তমানে এক সন্তানের বাবা মুশফিকুর শুধু নিজের বাবাকে নয়, শুভকামনা জানিয়েছেন পৃথিবীর সব বাবাকে।
বাবার জন্য তামিমের দোয়া
তামিম ইকবালের এত দূর আসার পেছনের মানুষটা ছিলেন বাবা ইকবাল খান। ওয়ানডে অধিনায়কও ছিলেন বাবার নেওটা–সব সময় ঘুমাতেন বাবার বুকের ওপর। সেই বাবাটাই আজ নেই। ২০০০ সালে যখন ইকবাল খান মারা যান–তখন তামিমই ছিলেন পাশে। যে বাবার অনুপ্রেরণায় আজ তামিম দেশসেরা ওপেনার, সেই বাবাই দেখে যেতে পারেননি দুই ছেলের জাতীয় দলের হয়ে খেলার দৃশ্য। সেই আফসোসের কথা নাফিস ইকবাল ও তামিম ইকবাল অনেকবারই বলেছেন।
বাবা দিবসে অচেনা ভুবনের বাসিন্দা হয়ে যাওয়া বাবার জন্য তাই দোয়াই করলেন তামিম। বাবার সঙ্গে ছোটকালের একটি ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘হে আমাদের পালনকর্তা! বাবা–মায়ের প্রতি প্রতি রহম করুণ; যেমনিভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’
একই সঙ্গে নিজের দুই সন্তানের সঙ্গে ছবিও জুড়িয়ে দিয়েছে লিখেছেন, ‘পৃথিবীর সব বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।’
বাবার সঙ্গে একটি ছবিও নেই সাইফউদ্দিনের
তামিমের মতো সাইফউদ্দিন হারিয়েছেন বাবাকে। তবে এই অলরাউন্ডারের গল্পটা আরও দুঃখজাগানিয়া। বাবার সঙ্গে একটি ছবিও তোলা হয়নি, তার আগেই পৃথিবী থেকে চলে গেছেন তিনি। বাবার কথা ভেবে তাই আজ একটু বেশিই মন খারাপ সাইফউদ্দিনের।
ফেসবুকে বাবা আবদুল খালেকের একটি ছবি শেয়ার করে সাইফউদ্দিন লিখেছেন, ‘সব সময় খুব আফসোস হয় এই ভেবে বাবার সঙ্গে একটা ছবিও নেই আমার। আমার পক্ষ থেকে সকল বাবাকে সালাম এবং ভালোবাসা ।’
বাবাকে প্রাপ্য সম্মানের চেয়েও বেশি মর্যাদা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বানও জানান এই অলরাউন্ডার।
বাবাকে স্মরণ তাসকিনেরও
তাসকিন আহমেদের সঙ্গে তাঁর বাবা আবদুর রশিদের দারুণ সম্পর্কের কথা কেই–বা না জানে! মাঝে মাঝে ফেসবুকে বাবার সঙ্গে ধরা দেন এই পেসার। বাবা দিবসেও যথারীতি হাজির হলেন ফেসবুকের পর্দায়। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর মধ্যে দুটি ছবিতে তাসকিনের সঙ্গে বাবা আবদুর রশিদ তো আছেনই, দুটিতে আছে তাসকিনের ছেলে তাশফিন আহমেদ রিহানও। তবে বেশি কিছু লেখেননি তাসকিন। শুধু লিখলেন, শুভ বাবা দিবস। যে বাবা সব সময় থাকেন হৃদয়ে, সেই বাবাকে নিয়ে বাইরে বেশি কিছু লিখতেই বা কেন হবে?
খুব বেশি দিন আগের ঘটনা নয়। এ বছরের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারের পর কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। দুই মাস পর এবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটল পাকিস্তান।
১৬ মিনিট আগেবি.লিগ, বাংলাদেশ লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাট চুকিয়ে পেশাদার লিগের নতুন নাম এখন বাংলাদেশ ফুটবল লিগ। প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। পরশু লিগ কমিটির এক সভায় চূড়ান্ত করা হয় সেই নাম। নতুন নামের মোড়কে আজ থেকে শুরু হচ্ছে লিগের নতুন মৌসুম।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১ ঘণ্টা আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২ ঘণ্টা আগে