নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে অব্যবস্থাপনা শব্দটা জুড়ে গেছে। কদিন আগে এসব ব্যবস্থাপনা নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, তাঁকে সিইওর দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করতে এক থেকে দুই মাস সময় লাগবে।
নবম আসরের প্রথম দিন আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সেই কথার জবাব দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সাকিবকে দায়িত্বে নিতে স্বাগত জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, 'আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ওকে ধন্যবাদও জানাই (মন্তব্যের জন্য)। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই।'
সাকিব চাইলে বিপিএলের আগামী আসরেই তাঁকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিতে চায় বিপিএল গর্ভনিং কাউন্সিল। কীভাবে এত অল্প সময়ে সব পরিবর্তন করে দেবেন এমন প্রশ্নে সাকিব অনিল কাপুরের অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে বলেছিলেন, ‘“নায়ক” সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’
সেই সিনেমায় অনিল কাপুরকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটন করেছিলেন শিবাজী রাও চরিত্রে অভিনয় করা এই বলিউড অভিনেতা। সাকিব যদি অনিল কাপুর হন, সেই সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করা অমলেশ পুরি কে হবেন প্রশ্নে শেখ সোহেল বাস্তবতার পথে হাঁটলেন, 'সিনেমা দেখেই সবকিছুর বাস্তবতা হয় না। আমরা তাকে (সাকিব) ধন্যবাদ জানাই, সে সিইও হিসেবে আসতে চায়, আগামী বছর থেকে সে আসুক, আমাদের সাহায্য করুক। আমরা এখনই তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সে তো খেলোয়াড়, তাই সে এখন আসতে পারবে না, খেলোয়াড় না হয়ে আসুক।'
শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে অব্যবস্থাপনা শব্দটা জুড়ে গেছে। কদিন আগে এসব ব্যবস্থাপনা নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, তাঁকে সিইওর দায়িত্ব দেওয়া হলে সব ঠিক করতে এক থেকে দুই মাস সময় লাগবে।
নবম আসরের প্রথম দিন আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সেই কথার জবাব দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সাকিবকে দায়িত্বে নিতে স্বাগত জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেছেন, 'আমি প্রথমে সাকিবকে স্বাগত জানাই। ওকে ধন্যবাদও জানাই (মন্তব্যের জন্য)। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই।'
সাকিব চাইলে বিপিএলের আগামী আসরেই তাঁকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিতে চায় বিপিএল গর্ভনিং কাউন্সিল। কীভাবে এত অল্প সময়ে সব পরিবর্তন করে দেবেন এমন প্রশ্নে সাকিব অনিল কাপুরের অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে বলেছিলেন, ‘“নায়ক” সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’
সেই সিনেমায় অনিল কাপুরকে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এক দিনেই দুর্নীতির মূলোৎপাটন করেছিলেন শিবাজী রাও চরিত্রে অভিনয় করা এই বলিউড অভিনেতা। সাকিব যদি অনিল কাপুর হন, সেই সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করা অমলেশ পুরি কে হবেন প্রশ্নে শেখ সোহেল বাস্তবতার পথে হাঁটলেন, 'সিনেমা দেখেই সবকিছুর বাস্তবতা হয় না। আমরা তাকে (সাকিব) ধন্যবাদ জানাই, সে সিইও হিসেবে আসতে চায়, আগামী বছর থেকে সে আসুক, আমাদের সাহায্য করুক। আমরা এখনই তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সে তো খেলোয়াড়, তাই সে এখন আসতে পারবে না, খেলোয়াড় না হয়ে আসুক।'
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৫ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগে