Ajker Patrika

চট্টগ্রামে পোঁছেছেন মুমিনুলরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামে পোঁছেছেন মুমিনুলরা

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে আজ রাতে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় দল। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল রেডিসন ব্লু’তে চলে আসেন মুমিনুল হকেরা।

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্টটি ঢাকায়; শুরু হবে ২৩ মে থেকে। প্রথম টেস্টের আগে আগামীকাল সোমবার থেকে সাগরিকা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজে ভরাডুবির পর লঙ্কানদের সঙ্গে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।

সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সবশেষ লাল বলের ক্রিকেটে দুই দলের দেখা হয়েছিল গত বছর। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় টেস্টে হারের দুঃস্মৃতি নিয়ে দেশে ফিরেছিলেন মুমিনুলরা। সেই সিরিজের প্রতিশোধ নেওয়ার সুযোগটা বাংলাদেশ পাচ্ছে ঘরের মাঠে। 

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত