ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে