Ajker Patrika

সিরিজ বাঁচানোর ম্যাচে শামির বদলি নিল ভারত

সিরিজ বাঁচানোর ম্যাচে শামির বদলি নিল ভারত

দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় ভারত। ভারতের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। এরপর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের সামনে চ্যালেঞ্জ এখন সিরিজ বাঁচানোর লড়াই। 

সিরিজ বাঁচানোর লড়াইয়ে এবার দ্বিতীয় টেস্টের দলে শামির বদলি ক্রিকেটার নিল ভারত। শামির পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবেশ খান। ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। 
 
এখনো টেস্ট না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ২৭ ম্যাচ খেলেছেন আবেশ। ভারতীয় পেসার নিয়েছেন ২৭ উইকেট। ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট ও ৮ ওয়ানডেতে ৯ উইকেট নিয়েছেন। কদিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪.৮২ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে জোহানেসবার্গে প্রথম ওয়ানডেতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। 

১৯৯২ থেকে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে ভারত। ৩১ বছরের ইতিহাসে অধিনায়ক বদলালেও সিরিজ জেতা হয়নি ভারতের। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত এবার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ৩২ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ টেস্ট খেলে ভারত জিতেছে ৪ টেস্ট, হেরেছে ১৭ টেস্ট ও ৩ টেস্ট ড্র হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরন, জসপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, শ্রীকর ভারত (উইকেটরক্ষক)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত