ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। দুই বছর পর আজ কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে দল দুটি মুখোমুখি হয়েছে সেমিফাইনালে। ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই মাঠেই পরশু শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
১১৪ রানের লক্ষ্যে নেমে ভারতের দুই ওপেনার কমলিনি জি ও ত্রিশা গোঙ্গাদি যোগ করেন ৬০ রান। নবম ওভারের শেষ বলে ত্রিশাকে বোল্ড করেন ইংল্যান্ডের স্পিনার ফোবে ব্রেট। দ্বিতীয় উইকেটে এরপর ৫৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন ত্রিশা ও সানিকা চালকে। ১৫তম ওভারের শেষ বলে ব্রেটকে চার মেরে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেন কমলিনি। ভারতের ১১৭ রানের মধ্যে কমলিনি করেন ইনিংস সর্বোচ্চ ৫৬ রান। ভারতীয় ওপেনার ৫০ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করেছে ইংলিশরা। ডেভিনা পেরিন (৪৫), নরগ্রোভ (৩০)—এই দুই ব্যাটার যা একটু রান করেছেন। ভারতের পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা পেয়েছেন তিনটি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন আয়ুশি শুক্লা। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিসোদিয়া।
বায়ুমাস ওভালে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে করে ১০৫ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখে পাওয়া দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাশলে ফন উইক। তিনি ৩ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। দুই বছর পর আজ কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে দল দুটি মুখোমুখি হয়েছে সেমিফাইনালে। ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই মাঠেই পরশু শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
১১৪ রানের লক্ষ্যে নেমে ভারতের দুই ওপেনার কমলিনি জি ও ত্রিশা গোঙ্গাদি যোগ করেন ৬০ রান। নবম ওভারের শেষ বলে ত্রিশাকে বোল্ড করেন ইংল্যান্ডের স্পিনার ফোবে ব্রেট। দ্বিতীয় উইকেটে এরপর ৫৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন ত্রিশা ও সানিকা চালকে। ১৫তম ওভারের শেষ বলে ব্রেটকে চার মেরে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেন কমলিনি। ভারতের ১১৭ রানের মধ্যে কমলিনি করেন ইনিংস সর্বোচ্চ ৫৬ রান। ভারতীয় ওপেনার ৫০ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করেছে ইংলিশরা। ডেভিনা পেরিন (৪৫), নরগ্রোভ (৩০)—এই দুই ব্যাটার যা একটু রান করেছেন। ভারতের পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা পেয়েছেন তিনটি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন আয়ুশি শুক্লা। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিসোদিয়া।
বায়ুমাস ওভালে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে করে ১০৫ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখে পাওয়া দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাশলে ফন উইক। তিনি ৩ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
অবশেষে জাতীয় ক্রিকেট লিগে যুক্ত হয়েছে ময়মনসিংহ দল। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। মিঠু সংবাদমাধ্যমকে বলেন, ‘ময়মনসিংহ বিভাগকে (এন
৭ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত মুখ ঋতুপর্ণা চাকমা। তাঁর ফুটবল নৈপুণ্যে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপে। এরপর উঠে আসে তাঁর পারিবারিক জীবনের সংগ্রামের গল্প। তাঁকে নতুন বাড়ি উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগেঅ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে গত সপ্তাহে। দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। মাঠের ক্রিকেট তো বটেই, এর বাইরেও অনেক ঘটনায় হয়েছে আলোচনা-সমালোচনা। যার মধ্যে একটি ঘটনায় ভারতীয় ক্রিকেটারের শাস্তির দাবি করছেন বেন ডাকেটের শৈশবের কোচ।
১১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছে পাকিস্তান। ম্যাচসেরা অবশ্য তিনি হতে পারেননি, হয়েছেন অভিষিক্ত হাসান নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান টপকে যেতে নওয়াজ খেলেছেন ৫৪ বলে হার না মানা ৬৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান তাড়া করার নিজেদের নতুন...
১১ ঘণ্টা আগে