Ajker Patrika

পিএসএল শুরুর আগে স্টেডিয়ামে আগুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ৫৩
পিএসএল শুরুর আগে স্টেডিয়ামে আগুন

তবে কি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে শনির দশা লাগল? 

আজ থেকে মাঠে গড়াচ্ছে পিএসএলের সপ্তম আসর। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানস ও স্বাগতিক করাচি কিংস। তার আগে নেতিবাচক খবরের শিরোনাম হলো পাকিস্তানের সবচেয়ে বড় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট। 

লাহোরে বোমা হামলার পর এবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্বোধনী ম্যাচের আগে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়িয়েছে রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড। 

গত রাতে পিএসএলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলাকালে আগুন লাগে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের ভেতরে। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অস্থায়ী কমেন্ট্রি বক্স তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। 

গত সপ্তাহে লাহোরে বোমা হামলার পর থেকেই পিএসএলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পাকিস্তান। পাঞ্জাব প্রদেশের সরকার এখন প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে তাকিয়ে। পিএসএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের রাষ্ট্রীয় অতিথির মতো নিরাপত্তা দেওয়া হয় কি না, তা নিয়ে ভাবছে স্থানীয় সরকার। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ১৯টি ম্যাচ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ১০ থেকে ২৭ ফেব্রুয়ারি চলবে পিএসএলের লাহোর পর্ব। আর আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি ম্যাচ হওয়ার কথা করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। কিন্তু তার আগে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও করোনা সংক্রমণের শঙ্কায় পিএসএল সফলভাবে আয়োজন নিয়ে পিসিবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত