গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।
ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে। নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’
নাসের এরপর টুইট করে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’
এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’
শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘
গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।
ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে। নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’
নাসের এরপর টুইট করে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’
এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’
শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২২ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে