গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।
ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে। নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’
নাসের এরপর টুইট করে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’
এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’
শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘
গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।
ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে। নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’
নাসের এরপর টুইট করে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’
এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’
শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘
তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
২০ মিনিট আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
৪ ঘণ্টা আগে