নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতেই প্রধান কোচ হিসেবে রয়েছেন স্থানীয় কোচ। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল বলেছেন, দু-একজন কোচ ছাড়া কেউ ক্লাব ক্রিকেটেও সুযোগ পায় না। তাঁদের সামর্থ্য নিয়েও আছে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের প্রশ্ন। তবে রকিবুলের এ সমালোচনা আমলেই নেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তাঁর মতে বয়সের ভারে আবোল-তাবোল কথা বলছেন রকিবুল।
আজ মিরপুরে কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি (রকিবুল হাসান) মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’
সালাহ উদ্দিনের পাল্টা প্রশ্ন, স্থানীয় কোচদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তাঁরা বেড়ে উঠবেন কীভাবে। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজিরা বুঝেশুনেই দেশি কোচদের বেছে নিয়েছেন। কুমিল্লার কোচ বলেছেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’
বিপিএলকে স্থানীয় কোচদের জন্য সুযোগ কাজে লাগানোর মঞ্চ মনে করছেন সালাহ উদ্দিন। বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতেই প্রধান কোচ হিসেবে রয়েছেন স্থানীয় কোচ। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় কোচদের তীব্র সমালোচনা করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল বলেছেন, দু-একজন কোচ ছাড়া কেউ ক্লাব ক্রিকেটেও সুযোগ পায় না। তাঁদের সামর্থ্য নিয়েও আছে বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটারের প্রশ্ন। তবে রকিবুলের এ সমালোচনা আমলেই নেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তাঁর মতে বয়সের ভারে আবোল-তাবোল কথা বলছেন রকিবুল।
আজ মিরপুরে কুমিল্লার অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে কোচ সালাহ উদ্দিন বলেছেন, ‘উনি (রকিবুল হাসান) মুরব্বি মানুষ। ওনার বয়সও হয়েছে। আমার মনে হয়, আবোল-তাবোল অনেক কিছু বলতে পারে। এটা হতেই পারে। এটা নিয়ে আমরা কিছু মনে করিনি। অন্যান্য কোচের সঙ্গে কথা বলেছি। আমরা এটা নিয়ে মন খারাপও করিনি, কারণ উনি মুরব্বি মানুষ, বলতেই পারেন।’
সালাহ উদ্দিনের পাল্টা প্রশ্ন, স্থানীয় কোচদের যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে তাঁরা বেড়ে উঠবেন কীভাবে। তিনি মনে করেন, ফ্র্যাঞ্চাইজিরা বুঝেশুনেই দেশি কোচদের বেছে নিয়েছেন। কুমিল্লার কোচ বলেছেন, ‘একজন স্থানীয় কোচ তাহলে কীভাবে বড় হবে? সে তো অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে পারবে না, হাই পারফরম্যান্স কিংবা বাংলা টাইগার্সেরও প্রধান কোচ হতে পারবে না। জাতীয় দলের প্রধান কোচও হতে পারবে না। সে কোথার হেড কোচিং করবে? সারা জীবন কি আমরা সাপোর্টিং ভূমিকায় থাকব? আমাদের তো কখনো না কখনো সামনে পথ বাড়াতে হবে।’
বিপিএলকে স্থানীয় কোচদের জন্য সুযোগ কাজে লাগানোর মঞ্চ মনে করছেন সালাহ উদ্দিন। বললেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ। আমাদের ছেলেদের নিজেদের গ্রো আপ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাঁরা দেশের কোচদের ওপর বিশ্বাস রেখেছেন। সে যদি এই বছর খারাপ করেন, সামনের বছর নিশ্চয় ভালো করবেন। তাঁকে তো শিখতে হবে। আপনি যদি একেবারে এসেই জাতীয় দলের কোচ হয়ে যাব, এমন আশা করেন না। সবার তো ধাপে ধাপে এগোতে হবে। সুতরাং কে কী বলল না বলল, সেটি নিয়ে আমার মনে হয় মাথা না ঘামানো উচিত।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে