Ajker Patrika

করোনার থাবায় বিপর্যস্ত ভারতীয় যুব দল

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ৫১
করোনার থাবায় বিপর্যস্ত ভারতীয় যুব দল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা। 

আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে। 

বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা। 

আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত