Ajker Patrika

আফগান লেগ স্পিনে নাকাল বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগান লেগ স্পিনে নাকাল বাংলাদেশের যুবারা

আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য। 

সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে। 

উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে। 

অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)। 

ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের। 

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ। 

 ১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত