নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
আফগানিস্তান ক্রিকেটের কথা বললে সবার আগে আসে রশিদ খানের নাম। দুর্দান্ত লেগ স্পিনে রশিদ যে হয়ে উঠেছেন আফগান ক্রিকেটের ‘পোস্টার বয়’! দেশ তো বটেই, বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই রশিদের উপস্থিতি অনিবার্য।
সেই রশিদকে দেখে একের পর এক লেগ স্পিনার উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। তেমন এক লেগ স্পিনারের সামনে বলতে গেলে আজ নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৬২ রানে।
উইকেট শিকারে পেসার বিলাল শামি এগিয়ে থাকলেও মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। তাঁদের নৈপুণ্যেই ১৬২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছে আফগান যুবারা। সফরকারীরা পিছিয়ে ১২২ রানে।
অথচ আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল ও ইফতেখার হোসাইন। উদ্বোজনী জুটিতে তাঁরা যোগ করেন ৪৬ রান। ২০ রান করে নাবিল আউট হওয়ার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইফতেখারও (২৭)।
ওপেনারদের বিদায়ের সঙ্গে সঙ্গে মড়ক লাগে বাংলাদেশ যুবাদের ইনিংসে। চারে নামা অধিনায়ক আইচ মোল্লা করেছেন দলীয় সর্বোচ্চ ৩৯ রান। তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন মেহেরব হোসেন। এ দুজন ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন পেসার বিলাল। আর লেগ স্পিনার ইজহারুলহক ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি কামরানের।
জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই সুলিমান সাইফকে হারায় আফগানিস্তান। রান আউটে কাটা পড়েন তিনি। থিতু হয়েও টিকতে পারেননি তিনে নামা ইশহাক জাজাই। তবে বিলাল সায়েদীকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন অধিনায়ক ইজাজ আহমাদ।
১২২ রানে পিছিয়ে থাকা আফগান যুবারা আগামীকাল দ্বিতীয় দিন চাইবে লিড নিতে। আর বাংলাদেশের যুবারা চাইবে দ্রুতই তাদের গুটিয়ে গুটিয়ে দিতে।
বাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
১৫ মিনিট আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
১ ঘণ্টা আগেসবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। গত মঙ্গলবার রিও ডি জেনিরোয় কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে ক্যালির বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমে ১ হাজার ৩৯১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ফ্যাবিও। তিনি ভেঙেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের ১৩৯০
১ ঘণ্টা আগেওয়ানডে অভিষেকটা প্রেনেলান সুব্রায়েনের জন্য ছিল মনে রাখার মতো। কেয়ার্নসে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি পেয়েছেন ১ উইকেট। প্রোটিয়ারাও জিতেছে ৯৮ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে দিল দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে