এক এক করে ড্রেসিংরুমে ফিরছেন সতীর্থরা। গলে শ্রীলঙ্কার গলার ‘কাঁটা’ হয়ে থাকলেন রাচিন রবীন্দ্র। আজ চতুর্থ দিনে এল না ফল, গড়িয়েছে শেষ দিনে (আগামীকাল)। জিততে শ্রীলঙ্কার প্রয়োজন দুটি উইকেট, বিপরীতে নিউজিল্যান্ডের চাই ৬৮ রান।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৭ রান তুলেছে কিউইরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রাচিন ১৫৮ বলে ৯১ ও এজাজ প্যাটেল রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
রমেশ মেন্ডিস-প্রভাত জয়সুরিয়াদের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে এলোমেলো কিউই ব্যাটিং। দুই ওপেনার টম লাথাম ২৮ ও ডেভন কনওয়ে ফিরেছেন ৪ রানে। তিনে ব্যাটিংয়ে নেমে রাচিনকে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। সেটিও ব্যর্থ হয়, জয়সুরিয়ার বলে ৩০ রানে ফেরেন উইলিয়ামসন।
ড্যারিল মিচেল ৮, টম ব্লান্ডেল ৩০, গ্লেন ফিলিপস ৪ মিচেল স্যান্টনার ২ ও টিম সাউদি ২ রানে আউট হলে হারের শঙ্কা জেগে ওঠে নিউজিল্যান্ডের। দুই লঙ্কান স্পিনার রমেশ ও জয়সুরিয়া ৩টি করে উইকেট নিয়েছেন।
তার আগে তৃতীয় দিনের ৪ উইকেটে ২৩৭ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। এজাজের স্পিন বিষে আজ ৭২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় তারা। ৩৫ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩০৯ রান। লিড হয় ২৭৪ রান।
লঙ্কান অভিজ্ঞ দিমুত করুণারত্নে ৮৩, দিনেশ চান্দিমাল ৬১ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ৫০)। কিউই স্পিনার এজাজ ৬টি ও পেসার উইলিয়াম রুর্কি নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করেছিল ৩০৫, নিউজিল্যান্ড করে ৩৪০ রান।
এক এক করে ড্রেসিংরুমে ফিরছেন সতীর্থরা। গলে শ্রীলঙ্কার গলার ‘কাঁটা’ হয়ে থাকলেন রাচিন রবীন্দ্র। আজ চতুর্থ দিনে এল না ফল, গড়িয়েছে শেষ দিনে (আগামীকাল)। জিততে শ্রীলঙ্কার প্রয়োজন দুটি উইকেট, বিপরীতে নিউজিল্যান্ডের চাই ৬৮ রান।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৭ রান তুলেছে কিউইরা। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে রাচিন ১৫৮ বলে ৯১ ও এজাজ প্যাটেল রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
রমেশ মেন্ডিস-প্রভাত জয়সুরিয়াদের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে এলোমেলো কিউই ব্যাটিং। দুই ওপেনার টম লাথাম ২৮ ও ডেভন কনওয়ে ফিরেছেন ৪ রানে। তিনে ব্যাটিংয়ে নেমে রাচিনকে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। সেটিও ব্যর্থ হয়, জয়সুরিয়ার বলে ৩০ রানে ফেরেন উইলিয়ামসন।
ড্যারিল মিচেল ৮, টম ব্লান্ডেল ৩০, গ্লেন ফিলিপস ৪ মিচেল স্যান্টনার ২ ও টিম সাউদি ২ রানে আউট হলে হারের শঙ্কা জেগে ওঠে নিউজিল্যান্ডের। দুই লঙ্কান স্পিনার রমেশ ও জয়সুরিয়া ৩টি করে উইকেট নিয়েছেন।
তার আগে তৃতীয় দিনের ৪ উইকেটে ২৩৭ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। এজাজের স্পিন বিষে আজ ৭২ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় তারা। ৩৫ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩০৯ রান। লিড হয় ২৭৪ রান।
লঙ্কান অভিজ্ঞ দিমুত করুণারত্নে ৮৩, দিনেশ চান্দিমাল ৬১ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন ৫০)। কিউই স্পিনার এজাজ ৬টি ও পেসার উইলিয়াম রুর্কি নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করেছিল ৩০৫, নিউজিল্যান্ড করে ৩৪০ রান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩২ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে