অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৮২ উইকেট নিয়ে নাথান লায়ন এখন কিংবদন্তি। অন্যদিকে টড মারফির উইকেট ১৪টি। লায়নের ক্যারিয়ার যেখানে এক যুগের মতো, সেখানে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সবে ক্যারিয়ার শুরু করেছেন মারফি। দুজনের ক্যারিয়ারে এমন যোজন-যোজন পার্থক্য থাকার পরও নবাগত অফ স্পিনারের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন।
শুধু প্রশংসাই করেননি, লায়নের চেয়ে মারফি ভালো বলে জানিয়েছেন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের মতে, লায়নের চেয়ে ৫০ গুণ ভালো মারফি। একজন পোড় খাওয়া ক্রিকেটারের চেয়ে নবাগতর ভালোর বিষয়টি অবশ্য বিশেষ এক ক্ষেত্রে তুলনা টেনে বলেছেন তিনি। ভারতের মাটিতে দুজনের প্রথম সফরের পরিপ্রেক্ষিতে বোলিং করার সক্ষমতার ওপর ভিত্তি করে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘লায়ন ২০১৩ সালে ভারতে প্রথম আসার আগে শ্রীলঙ্কা সফর করেছিল। সে প্রথম টেস্ট সফরে যেভাবে এখানে এসেছিল, তার চেয়ে মারফি ১০ থেকে ৫০ গুণ ভালো হয়ে এসেছে।’
এর পরেই তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘বলছি না যে সে গুণে, দক্ষতা বা পারফরম্যান্সে একজন ভালো বোলার। স্টাম্পের দুই দিক থেকে তার বল করার সক্ষমতা এবং সংযম নিয়ে বলছি।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে ৪ টেস্টে ১৪ উইকেট নিয়েছেন মারফি। অন্যদিকে সমান টেস্টে ২০ উইকেট নিয়েছেন লায়ন। আর ২০১৩ সালে নিজের প্রথম ভারত সফরে ৩ টেস্টে ১৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই অফ স্পিনার।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৩ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৮ ঘণ্টা আগে