Ajker Patrika

কোহলির নেতৃত্বের প্রশংসা হরভজনের মুখে

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪: ৩৮
কোহলির নেতৃত্বের প্রশংসা হরভজনের মুখে

দুঃসময় কেটে গেছে বিরাট কোহলির। গত বছর এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর সেঞ্চুরির ধারায় ফেরেন এই ডানহাতি ব্যাটার। ফিরেছেন রানেও। এবারের আইপিএলে যেন রানের ফোয়ারা ফুটছে তাঁর ব্যাটে। ইতিমধ্যে ৬ ম্যাচে ৪ ফিফটিতে ২৭৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে কোহলি। আর ৩৪৩ রান নিয়ে শীর্ষে তাঁর র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সতীর্থ ফাফ ডু প্লেসি। 

দুজনে ওপেনিংয়ে নেমে যেন ঝড় বইয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের ওপর। রানের পাশাপাশি কোহলি ফিরেছেন অধিনায়কত্বেও। প্রায় দুই বছর পর আইপিএলে মাঠে নেতৃত্ব দিতে দেখা গেল ভারতের সাবেক অধিনায়ককে। বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক ডু প্লেসি। কিন্তু গতকাল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে টস করতে নামেন কোহলি। তার কারণও জানান তিনি টসের সময়। 

ডু প্লেসি ম্যাচটিতে খেলেছেন কেবল ব্যাটার হিসেবে। ফিল্ডিংয়ে না থাকার কারণে টস করতে নামেননি। তবে নেতৃত্ব পেয়ে সেই পুরোনো কোহলিকে দেখা গেল। টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ঝড় বইয়ে দেন কোহলি ও ডু প্লেসি। দুজনের ওপেনিং জুটিতেই বেঙ্গালুরু পায় ১৩৭ রান। কোহলি করেন ৪৭ বলে ৫৯ ও ডু প্লেসি থামেন ৫৬ বলে ৮৪ রান করে। কোহলির দারুণ নেতৃত্বে বেঙ্গালুরু ম্যাচটি জিতেছে ২৪ রানে। আরসিবির দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব থামে ১৮.২ ওভারে ১৫০ রানে। 

দীর্ঘদিন পর কোহলিকে নেতৃত্ব দিতে দেখে উচ্ছ্বসিত তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থ হরভজন সিং। সাবেক ভারতীয় স্পিনার বেশ প্রশংসা করেছেন ‘কিং কোহলি’কে। হরভজন জানিয়েছেন, কোহলি খুব ভালোভাবে বোলারদের ব্যবহার করেছেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে। বিশেষ করে দলের পাওয়ার প্লেতে কবজির স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ব্যবহার করার ওপর আলোকপাত করেছেন তিনি। অধিনায়কের কৌশলেই আরসিবি দারুণ জয় পেয়েছে বলে মনে করেন হরভজন। 

নিজের ইউটিউব চ্যানেল ৪২ বছর বয়সী তারকা বলেছেন, ‘বিরাট কোহলি দীর্ঘদিন পর নেতৃত্বে ফিরেছেন এবং ফেরাটাও হয়েছে দুর্দান্ত। সে যেভাবে হাসারাঙ্গাকে এনে ম্যাথু শর্টকে ফেরাল, সেটিই হলো ভালো অধিনায়কত্বের চিহ্ন। সে যথাযথভাবে ম্যাচ পড়তে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত