Ajker Patrika

তামিমকে দলে না রাখার কী ব্যাখ্যা দিলেন নান্নু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ০৩
তামিমকে দলে না রাখার কী ব্যাখ্যা দিলেন নান্নু

মাঠে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের শেষ ম্যাচ। হারলেই ১৫ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারবে বাংলাদেশ। এমন এক ম্যাচ নিয়ে আজ খুব বেশি মাথাব্যথা দেখা গেল না সংবাদমাধ্যমে। সব উত্তাপ জমা হয়েছিল বিশ্বকাপের দল আর তামিম ইকবাল ইস্যুকে ঘিরে।

ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ। কিন্তু সেই হার ঢাকা পড়ে গেছে বিশ্বকাপের ১৫ সদস্যের ঘোষিত দলের নাম প্রকাশের পর। চোটের কারণ দেখিয়ে যথারীতি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার তামিম ইকবালকে। ম্যাচ শেষ হতেই তামিমের বাদ পড়ার উত্তর খুঁজতে নির্বাচকদের কাছে ছুটে গেলেন সাংবাদিকেরা।

গত জুলাইয়ে চোটের কারণ দেখিয়ে অবসর নেওয়ায় পরও ফিরিয়ে আনা হয়েছিল তামিমকে। ফিরিয়ে আনার পর কেন আবারও তামিমকে দলে নেওয়া হলো না সেই প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘আপনি দেখেন, কিছু কিছু ইনজুরি আছে আপনি ঝুঁকি নিতে পারেন না। টিম ম্যানেজমেন্ট কিন্তু বেকায়দায় পড়বে। আপনি দেখুন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে...প্রথম ম্যাচ খেলেছে, দ্বিতীয় ম্যাচটা খেলেছে...এরপর কিন্তু শেষ ম্যাচে বিশ্রাম দিতে হয়েছে।’

কোমরের চোট বেশ ভোগাচ্ছে, বোর্ডকে একাধিকবার জানিয়েছেন তামিম। সেটা জানার পরও দৈবভাবে নির্বাচকদের মনে হয়েছে বিশ্বকাপে সেরাটা দিতে পারবেন না ১৬ বছর দেশকে প্রতিনিধিত্ব করা তামিম! নান্নুর কথা শুনলে মনে হতে পারে তেমনটাই, ‘তামিম অন্যতম সেরা। কিন্তু চোটের দুশ্চিন্তা থাকলে নিজেকে মেলে ধরা কঠিন। মেডিকেলের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যে আলোচনা করেছি। এটা আগেই বলেছি, এখন দল ঘোষণা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত