নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্ষর প্যাটেলের ক্যাচটা নিয়েই তরুণ তানজীদ হাসান তামিম আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন। বাংলাদেশের আর জয়ের মাঝে যে দাঁড়িয়ে গিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। অক্ষরের আউটে যে স্বস্তি নেমে এসেছিল, সেটা শেষ হয়েছে সান্ত্বনার এক জয়ে। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
আউট হওয়ার আগের বলে মোস্তাফিজুর রহমানকে চার মারেন অক্ষর। পরের বলে যখন আউট হয়ে ফিরছেন, জয় থেকে ভারত তখন মাত্র ১২ রান দূরে। তবে শেষ দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ শামি এই হিসাব মেলাতে পারেননি। শেষ ওভারের পঞ্চম বলে শামি রানআউট হলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
অক্ষরের আগে বাংলাদেশের জয়ের মাঝে দাঁড়িয়ে গিয়েছিলেন শুবমান গিল। নিয়মিত বিরতিতে বাংলাদেশ যখন ভারতের একের পর এক উইকেট তুলে নিচ্ছে, তখন একপ্রান্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মূলত তিনিই। তাঁকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান শেখ মেহেদী হাসান। আর তাতে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। ১২১ রানের ইনিংসটি শুবমানের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। রান তাড়ায় অবশ্য এটি প্রথম। এর আগে সব সেঞ্চুরিই ছিল আগে ব্যাটিং করে। শুবমান তাঁর ১৩৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৫ ছক্কায়।
বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে ভুগেছে ভারত। ১৭ রানের মধ্যে ভারতের দুই উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। শূন্য রানে অধিনায়ক রোহিত শর্মা ও অভিষিক্ত তিলক ভার্মাকে ব্যক্তিগত ৫ রানে ফেরান তানজিম। এরপর লোকেশ রাহুল ও গিলের ৫৭ রানের জুটি।
একপ্রান্তে গিলকে রেখে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া করেছেন ভারতের ব্যাটাররা। তৃতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর দ্রুতই আউট হয়েছেন ঈশান কৃষান। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লউ হয়েছেন তিনি। ফেরার আগে ৫ রান করেন ইশান। দলীয় ৯৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি গিল ও সূর্যকুমার যাদব। এই উইকেট জুটি থেকে আসে ৪৫ রান। ২৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন সূর্যকুমার। মাঝে রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরলেও ভারতকে জয়ের পথে রেখেছিলেন অক্ষর। তাঁর ৪২ রানের ইনিংসটির সমাপ্তির মাধ্যমে ভারতের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮
ভারত: ৪৯.৫ ওভারে ২৫৯
ফল: বাংলাদেশ ৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
অক্ষর প্যাটেলের ক্যাচটা নিয়েই তরুণ তানজীদ হাসান তামিম আকাশে মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন। বাংলাদেশের আর জয়ের মাঝে যে দাঁড়িয়ে গিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। অক্ষরের আউটে যে স্বস্তি নেমে এসেছিল, সেটা শেষ হয়েছে সান্ত্বনার এক জয়ে। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
আউট হওয়ার আগের বলে মোস্তাফিজুর রহমানকে চার মারেন অক্ষর। পরের বলে যখন আউট হয়ে ফিরছেন, জয় থেকে ভারত তখন মাত্র ১২ রান দূরে। তবে শেষ দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ শামি এই হিসাব মেলাতে পারেননি। শেষ ওভারের পঞ্চম বলে শামি রানআউট হলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
অক্ষরের আগে বাংলাদেশের জয়ের মাঝে দাঁড়িয়ে গিয়েছিলেন শুবমান গিল। নিয়মিত বিরতিতে বাংলাদেশ যখন ভারতের একের পর এক উইকেট তুলে নিচ্ছে, তখন একপ্রান্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মূলত তিনিই। তাঁকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান শেখ মেহেদী হাসান। আর তাতে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। ১২১ রানের ইনিংসটি শুবমানের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। রান তাড়ায় অবশ্য এটি প্রথম। এর আগে সব সেঞ্চুরিই ছিল আগে ব্যাটিং করে। শুবমান তাঁর ১৩৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৫ ছক্কায়।
বাংলাদেশের ২৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকে ভুগেছে ভারত। ১৭ রানের মধ্যে ভারতের দুই উইকেট তুলে নেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। শূন্য রানে অধিনায়ক রোহিত শর্মা ও অভিষিক্ত তিলক ভার্মাকে ব্যক্তিগত ৫ রানে ফেরান তানজিম। এরপর লোকেশ রাহুল ও গিলের ৫৭ রানের জুটি।
একপ্রান্তে গিলকে রেখে নিয়মিত বিরতিতে আসা-যাওয়া করেছেন ভারতের ব্যাটাররা। তৃতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর দ্রুতই আউট হয়েছেন ঈশান কৃষান। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লউ হয়েছেন তিনি। ফেরার আগে ৫ রান করেন ইশান। দলীয় ৯৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি গিল ও সূর্যকুমার যাদব। এই উইকেট জুটি থেকে আসে ৪৫ রান। ২৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন সূর্যকুমার। মাঝে রবীন্দ্র জাদেজা দ্রুত ফিরলেও ভারতকে জয়ের পথে রেখেছিলেন অক্ষর। তাঁর ৪২ রানের ইনিংসটির সমাপ্তির মাধ্যমে ভারতের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮
ভারত: ৪৯.৫ ওভারে ২৫৯
ফল: বাংলাদেশ ৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৭ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে