নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। সামনে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই দেশের উইকেটই পেস ও ব্যাটিং-বান্ধব। তাই ব্যাটার ও বোলারদের প্রস্তুত করে নিতে মিরপুরে কংক্রিটের উইকেট বানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাডেমি মাঠের পূর্ব পাশে কংক্রিটের উইকেট তৈরির কাজ শুরু করে দিয়েছে বিসিবির গ্রাউন্স কমিটি। বর্তমানে দুটি উইকেটের কাজ চলমান। তবে ক্রিকেটারদের বাইরের কন্ডিশনে মানিয়ে নিতে ভবিষ্যতে কয়েকটি অস্ট্রোটার্ফ উইকেট বানানোর পরিকল্পনাও আছে বিসিবির।
উইকেট নিয়ে আজ ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস সাংবাদিকদের বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুই-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাব ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কংক্রিটের উইকেটে অনুশীলন করে।’
কংক্রিটের উইকেট বানানোর পরিকল্পনা নিয়ে নাফিস বলেছেন, ‘আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। দেশের বাইরে আমরা দেখি, বেশির ভাগ উইকেটে পেস ও বাউন্স থাকে। তো ওই পেস, বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটের জন্য অনুশীলনের সুযোগ হবে।’
‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্লাট থাকে। বল সুন্দর ব্যাটে আসে, সুতরাং এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তী সময়ে দুেটা অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে; যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশে দেখা যায়। ’ যোগ করেন তিনি।
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। সামনে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই দেশের উইকেটই পেস ও ব্যাটিং-বান্ধব। তাই ব্যাটার ও বোলারদের প্রস্তুত করে নিতে মিরপুরে কংক্রিটের উইকেট বানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাডেমি মাঠের পূর্ব পাশে কংক্রিটের উইকেট তৈরির কাজ শুরু করে দিয়েছে বিসিবির গ্রাউন্স কমিটি। বর্তমানে দুটি উইকেটের কাজ চলমান। তবে ক্রিকেটারদের বাইরের কন্ডিশনে মানিয়ে নিতে ভবিষ্যতে কয়েকটি অস্ট্রোটার্ফ উইকেট বানানোর পরিকল্পনাও আছে বিসিবির।
উইকেট নিয়ে আজ ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস সাংবাদিকদের বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুই-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাব ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কংক্রিটের উইকেটে অনুশীলন করে।’
কংক্রিটের উইকেট বানানোর পরিকল্পনা নিয়ে নাফিস বলেছেন, ‘আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। দেশের বাইরে আমরা দেখি, বেশির ভাগ উইকেটে পেস ও বাউন্স থাকে। তো ওই পেস, বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটের জন্য অনুশীলনের সুযোগ হবে।’
‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরব আমিরাতেও আমরা দেখেছি উইকেট ফ্লাট থাকে। বল সুন্দর ব্যাটে আসে, সুতরাং এটা ওটাকে রেপ্লিকেট করবে। পরবর্তী সময়ে দুেটা অ্যাস্ট্রোটার্ফ উইকেট করারও পরিকল্পনা আছে; যেটা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দেশে দেখা যায়। ’ যোগ করেন তিনি।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
৯ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
১১ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
১৫ ঘণ্টা আগে