Ajker Patrika

অস্ট্রেলিয়ার তাণ্ডবের মাঝে বাংলাদেশের ‘আশা’ রিশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৪, ১০: ৩২
অস্ট্রেলিয়ার তাণ্ডবের মাঝে বাংলাদেশের ‘আশা’ রিশাদ

অ্যান্টিগায় ১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের বোলারদের ওপর ছক্কা-চারের ঝড় বইয়ে দিচ্ছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। পাওয়ার প্লেতে দুজনে তোলেন ৫৯ রান। ৬.২ ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। ওভারপ্রতি রান ১১.৬০। 

৭ ওভারের খেলা চলা অবস্থাতেই নেমেছে বৃষ্টি। বাংলাদেশ সময় সকাল ৯টা ৭ মিনিটে শুরু হওয়া বৃষ্টির স্থায়িত্ব ছিল ২৫ মিনিট। বৃষ্টি শেষ হতে না হতেই শুরু রিশাদ হোসেনের ভেলকি। সপ্তম ওভারের তৃতীয় বল থেকে ওয়ার্নার কোনো রান নিতে পারেননি। পরের বলে তিনি নিলেন সিঙ্গেল। পঞ্চম বলে রিশাদকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন হেড। ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেছেন তিনি। তিন নম্বরে নেমে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শও শিকার রিশাদ ঘূর্ণির। নবম ওভারের পঞ্চম বলে রিশাদকে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন মার্শ। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়েছেন অজি অধিনায়ক। ৬ বলে করেন ১ রান।  ২ ওভারে ১০ রানে নেন ২ উইকেট।

রিশাদ ২ উইকেট নিলেও জয়ের পথে কাজ অনেকটাই সেরে রেখেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৮০ রান করেছে অজিরা। ওয়ার্নার অপরাজিত ৩০ বলে ৪১ রান করে। ৪ চার ও ২ ছক্কা মেরেছেন অজি এই বাঁহাতি ব্যাটার। ৩ বলে ৬ রানে ব্যাটিং করছেন গ্লেন ম্যাক্সওয়েল। 

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্যাট কামিন্সের হ্যাটট্রিকে ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের দুটি কার্যকর ইনিংসের কল্যাণে ৮ উইকেটে ১৪০ রান তোলে তারা। 

শান্ত ৩৬ বলে ৪১ ও ২৮ বলে ৪০ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। আউট হওয়া ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি পাঁচজন। ১৮তম ওভারের শেষ দুই বলে পরপর প্যাট কামিন্স ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ (২) ও শেখ মেহেদী হাসানকে (০)। ২০তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে ফিরিয়ে করেন হ্যাটট্রিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত