নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে যে আবারও ফিরছেন বাংলাদেশে, রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পার গত দুই মাসে এটিই ছিল দেশের ক্রিকেটে বড় গুঞ্জন। আজ হাথুরু তাঁর নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া যায় বিষয়টি। বাকি ছিল বিসিবির ঘোষণা। সেটিও সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন কথা বলার পর সন্ধ্যায় বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।
এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরু। তাঁর অধীনে ২১ টেস্টে ৬ জয়, ১১ হার ও ৪টি ড্র করে বাংলাদেশ। ৫২ ওয়ানডের মধ্যে ২৫ টিতে জয়, ২৩ পরাজয়; ২৯ টি-টোয়েন্টির মধ্যে ১০ টিতে জয় এবং ১৭টি ম্যাচে হারে বাংলাদেশ। তাঁর সময়েই বাংলাদেশ দেশের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারায়। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারায় টেস্টে।
সাফল্য যেমন আছে, হাথুরুকে নিয়ে সমালোচনা-বিতর্কও কম নেই দেশের ক্রিকেটে। অবশেষে আবারও হাথুরুতেই সওয়ার বিসিবি। বাংলাদেশের কোচ হয়ে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছি এবং তাদের সাফল্য উপভোগ করতে চাই।’
চন্ডিকা হাথুরুসিংহে যে আবারও ফিরছেন বাংলাদেশে, রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পার গত দুই মাসে এটিই ছিল দেশের ক্রিকেটে বড় গুঞ্জন। আজ হাথুরু তাঁর নিউ সাউথ ওয়েলস ও সিডনি থান্ডারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া যায় বিষয়টি। বাকি ছিল বিসিবির ঘোষণা। সেটিও সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন কথা বলার পর সন্ধ্যায় বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।
এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরু। তাঁর অধীনে ২১ টেস্টে ৬ জয়, ১১ হার ও ৪টি ড্র করে বাংলাদেশ। ৫২ ওয়ানডের মধ্যে ২৫ টিতে জয়, ২৩ পরাজয়; ২৯ টি-টোয়েন্টির মধ্যে ১০ টিতে জয় এবং ১৭টি ম্যাচে হারে বাংলাদেশ। তাঁর সময়েই বাংলাদেশ দেশের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারায়। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারায় টেস্টে।
সাফল্য যেমন আছে, হাথুরুকে নিয়ে সমালোচনা-বিতর্কও কম নেই দেশের ক্রিকেটে। অবশেষে আবারও হাথুরুতেই সওয়ার বিসিবি। বাংলাদেশের কোচ হয়ে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছি এবং তাদের সাফল্য উপভোগ করতে চাই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৪ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৬ ঘণ্টা আগে