সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপে ছিটকে যাওয়ার শঙ্কা। আর এক ম্যাচ হারলেই দেশে ফেরার টিকিট কাটতে হবে ভারতকে। বিরাট কোহলিদের পারফরম্যান্সে যেমন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা, সন্তুষ্ট নয় বোর্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শেষ চারে নিতে না পারলে ওয়ানডের নেতৃত্ব হারাবেন কোহলি; ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাতে এমনটাই দাবি করছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ ১৮।
এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে বৈশ্বিক আসরে ওয়ানডেতেও কোনো সাফল্য নেই ভারতের। গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি। বিসিসিআই’র অভ্যন্তরীন সূত্রও বলছে তাই।
‘কোহলির নেতৃত্ব নিয়ে বোর্ড খুব বেশি খুশি নয়। সে ওয়ানডে অধিনায়ক থাকবে কিনা তা নিয়ে গুরুতর সংশয় আছে। বিশ্বকাপে এখনো তিন ম্যাচ বাকি আছে। যদি ভারত সেমিতে খেলতে পারে তাহলে হয়তো দৃশ্যপট পাল্টেও যেতে পারে। এর বাইরে বলা যায় তার অধিনায়কত্ব ঝুঁকিতে আছে’—নিউজ ১৮-কে এমনটাই বলেছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা।
কোহলি নেতৃত্ব হারালে কে হবেন ভারতের পরবর্তী ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সিদ্ধান্তে বিসিসিআই এখনো আসেনি বলে জানালেন সেই কর্মকর্তা, ‘এখনই বলা যাচ্ছে না কে হবে নতুন অধিনায়ক, আগে বিশ্বকাপটা শেষ হতে হবে। রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসছেন। তাকে নিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। রোহিত অধিনায়ক হবে নাকি বিরাটের কাছেই দায়িত্ব থাকবে সেটা বিশ্বকাপের পরই সিদ্ধান্ত হবে। তবে তিন ফরম্যাটে তিন অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি।’
সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপে ছিটকে যাওয়ার শঙ্কা। আর এক ম্যাচ হারলেই দেশে ফেরার টিকিট কাটতে হবে ভারতকে। বিরাট কোহলিদের পারফরম্যান্সে যেমন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা, সন্তুষ্ট নয় বোর্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে শেষ চারে নিতে না পারলে ওয়ানডের নেতৃত্ব হারাবেন কোহলি; ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাতে এমনটাই দাবি করছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ ১৮।
এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে বৈশ্বিক আসরে ওয়ানডেতেও কোনো সাফল্য নেই ভারতের। গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব হারাতে পারেন কোহলি। বিসিসিআই’র অভ্যন্তরীন সূত্রও বলছে তাই।
‘কোহলির নেতৃত্ব নিয়ে বোর্ড খুব বেশি খুশি নয়। সে ওয়ানডে অধিনায়ক থাকবে কিনা তা নিয়ে গুরুতর সংশয় আছে। বিশ্বকাপে এখনো তিন ম্যাচ বাকি আছে। যদি ভারত সেমিতে খেলতে পারে তাহলে হয়তো দৃশ্যপট পাল্টেও যেতে পারে। এর বাইরে বলা যায় তার অধিনায়কত্ব ঝুঁকিতে আছে’—নিউজ ১৮-কে এমনটাই বলেছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা।
কোহলি নেতৃত্ব হারালে কে হবেন ভারতের পরবর্তী ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সিদ্ধান্তে বিসিসিআই এখনো আসেনি বলে জানালেন সেই কর্মকর্তা, ‘এখনই বলা যাচ্ছে না কে হবে নতুন অধিনায়ক, আগে বিশ্বকাপটা শেষ হতে হবে। রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসছেন। তাকে নিয়েই সিদ্ধান্তটা নিতে হবে। রোহিত অধিনায়ক হবে নাকি বিরাটের কাছেই দায়িত্ব থাকবে সেটা বিশ্বকাপের পরই সিদ্ধান্ত হবে। তবে তিন ফরম্যাটে তিন অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি।’
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৪৪ মিনিট আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
২ ঘণ্টা আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৪ ঘণ্টা আগে