‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ’—প্রবাদবাক্যটি স্টুয়ার্ট ম্যাকগিলের ক্ষেত্রে যথার্থ মনে হচ্ছে। কোকেন সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছিল সিডনি পুলিশ।
যদিও এখন জামিনে মুক্ত আছেন ম্যাকগিল। ২০২১ সালের এক তদন্তের ঘটনায় তাঁর বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ সে সময় তিনি অপহরণ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দুই বছর পর জানা গেলে মাদক ব্যবসার সঙ্গেই সাবেক স্পিনার জড়িত।
ওই বছরের ১৪ এপ্রিল সিডনির উপশহর ক্রেমোর্নে ম্যাকগিল অপহৃত হয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। বন্দুকের মুখে তাঁকে ব্রিঞ্জেলি নামে আরেক উপশহরে নেওয়া হয়েছিল। সে সময় তাঁকে হুমকি ও মারধরও করা হয়েছিল। তাঁর অভিযোগে সে সময় চারজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অপহরণের সেই নাটক সাজিয়ে এবার নিজেই গ্রেপ্তার হলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার কোকেন সরবরাহের সঙ্গে জড়িত তিনি।
ড্রাগ সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন ম্যাকগিল। আগামী ২৬ অক্টোবর আদালতে তাঁর হাজিরা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে পুরো ক্যারিয়ার শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা ছিলেন তিনি। প্রতিভার কারণে মনে করা হয়, অন্য কোনো সময়ে তাঁর জন্ম হলে সতীর্থ ওয়ার্নের মতোই কিংবদন্তি হতে পারতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাবেক লেগ স্পিনার। এই সময়ের মধ্যে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সীমিত ওভারের ৬ উইকেটের বিপরীতে ২০৮টি নিয়েছেন দীর্ঘ সংস্করণে।
‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ’—প্রবাদবাক্যটি স্টুয়ার্ট ম্যাকগিলের ক্ষেত্রে যথার্থ মনে হচ্ছে। কোকেন সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছিল সিডনি পুলিশ।
যদিও এখন জামিনে মুক্ত আছেন ম্যাকগিল। ২০২১ সালের এক তদন্তের ঘটনায় তাঁর বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ সে সময় তিনি অপহরণ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দুই বছর পর জানা গেলে মাদক ব্যবসার সঙ্গেই সাবেক স্পিনার জড়িত।
ওই বছরের ১৪ এপ্রিল সিডনির উপশহর ক্রেমোর্নে ম্যাকগিল অপহৃত হয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। বন্দুকের মুখে তাঁকে ব্রিঞ্জেলি নামে আরেক উপশহরে নেওয়া হয়েছিল। সে সময় তাঁকে হুমকি ও মারধরও করা হয়েছিল। তাঁর অভিযোগে সে সময় চারজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অপহরণের সেই নাটক সাজিয়ে এবার নিজেই গ্রেপ্তার হলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার কোকেন সরবরাহের সঙ্গে জড়িত তিনি।
ড্রাগ সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন ম্যাকগিল। আগামী ২৬ অক্টোবর আদালতে তাঁর হাজিরা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে পুরো ক্যারিয়ার শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা ছিলেন তিনি। প্রতিভার কারণে মনে করা হয়, অন্য কোনো সময়ে তাঁর জন্ম হলে সতীর্থ ওয়ার্নের মতোই কিংবদন্তি হতে পারতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাবেক লেগ স্পিনার। এই সময়ের মধ্যে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সীমিত ওভারের ৬ উইকেটের বিপরীতে ২০৮টি নিয়েছেন দীর্ঘ সংস্করণে।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
২ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৮ ঘণ্টা আগে