ক্রীড়া ডেস্ক
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।
বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
১
আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।
৭
টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।
৩
৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।
১৮৫
লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।
৩
৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
৮০
এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।
৪৪
৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।
৩
৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।
বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
১
আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।
৭
টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।
৩
৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।
১৮৫
লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।
৩
৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক
৮০
এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।
৪৪
৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।
৩
৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে