Ajker Patrika

লিটনের উইকেট টার্নিং পয়েন্ট, বলছেন ডিকভেলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২২, ১৭: ৫২
লিটনের উইকেট টার্নিং পয়েন্ট, বলছেন ডিকভেলা 

আগের দিন ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা টেস্টে ধুঁকছিল বাংলাদেশ। শেষ বিকেলে ভরসার প্রতীক হয়ে টিকে ছিলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। তবে আজ শেষ দিনের প্রথম ঘণ্টার মধ্যে মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। এর পরও বাংলাদেশকে অন্তত ড্রয়ের স্বপ্ন দেখান লিটন-সাকিব জুটি। মুশফিকের উইকেটের পর প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দেন তাঁরা।

প্রথম সেশনের শেষ বলে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি তুলে নেন সাকিব। তখন ফিফটি থেকে দুই রান দূরে ছিলেন লিটন। মধ্যাহ্নভোজের বিরতির পর কাসুন রাজিথার প্রথম ওভারে ফিফটি পূর্ণ করেন লিটনও। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম ফিফটি। দুজনের দাঁড়িয়ে যাওয়া জুটি থেকে বিপর্যয় সামলে বাংলাদেশের টেস্ট ড্রয়ের স্বপ্নে তখন জোর হাওয়া লাগে।

তবে সব আশা যেন এক ফুৎকারে উড়ে যায়। রাজিথার পরের ওভারে বোলিংয়ে আসেন আসিথা ফার্নান্দো। লঙ্কান এই পেসারের ওভারের পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে আউট হন লিটন। আউটের পর লিটনের চোখেমুখে অবিশ্বাস আর লঙ্কানদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল লিটনের উইকেটটি। লিটনের আউটকে টার্নিং পয়েন্ট বলছেন নিরোশান ডিকভেলা। শেষ দিনের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন এই লঙ্কান উইকেটকিপার ব্যাটার।

লিটনের বিদায়ে ভেঙে যায় সাকিব-লিটনের ১০৩ রানের আশা জাগানো জুটি। এরপর আর মাত্র ১৩ রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। ডিকভেলা বলছেন, ‘আমি মনে করি, আসিথা দুর্দান্ত এক ক্যাচে নিয়েছে। লিটনের উইকেটটি টার্নিং পয়েন্ট।’ লিটন-সাকিব জুটি মধ্যাহ্নভোজের বিরতিতে লঙ্কানদের ড্রেসিংরুমে অস্বস্তির বাতাস হয়ে ছিলেন কি না—এমন প্রশ্নে ডিকভেলা আরও বলেন, ‘আমাদের ড্রেসিংরুম শান্ত ছিল। আমরা জানতাম, টেলেন্ডারদের উইকেটে আসা থেকে আমরা এক উইকেট দূরে আছি। আমরা ধৈর্যহারা হইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত