Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও পাওয়া যাবে না শরীফুলকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৯ মে ২০২২, ১৫: ৫৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও পাওয়া যাবে না শরীফুলকে

পেসারদের নিয়ে ভালোই বিপাকে আছেন বিসিবির নির্বাচকেরা। একের পর এক চোটে বিশ্রামে রাখতে হচ্ছে পেসারদের, যার সর্বশেষ সংযোজন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। গতকাল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান শরীফুল। আজ টেস্টের পঞ্চম দিন তাই তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। 

এই চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন শরীফুল। এবার তাঁকে নিয়ে আরও বড় দুঃসংবাদ শোনালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলার এক ফাঁকে সাংবাদিকদের নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে শরীফুলকে টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। হয়তো সাদা বলে পেতে পারি। তার পরও আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারব আগামী সপ্তাহে ওর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর।’

পেসারদের একের পর এক চোটে মোস্তাফিজুর রহমানকে টেস্টে ফেরানো হবে কি না—এই প্রশ্ন উঠছে জোরেশোরে। ক্যারিবীয় সফরে এই বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা নিয়ে নান্নু বলেছেন, ‘আগামী সিরিজ নিয়ে মোস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেরকম কথাই হয়েছে। ঢাকায় গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলব। তখন এসব বিষয় নিয়ে আলোচনা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত