Ajker Patrika

আইপিএলে বুমরাকে নিয়ে আসলে কী হচ্ছে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৭: ১৫
আইপিএলে জসপ্রীত বুমরার ফেরার অপেক্ষা বাড়ছেই। ছবি: ক্রিকইনফো
আইপিএলে জসপ্রীত বুমরার ফেরার অপেক্ষা বাড়ছেই। ছবি: ক্রিকইনফো

জসপ্রীত বুমরা ফিরবেন কবে—গত কয়েক মাস ধরে এমন প্রশ্ন আসছে বারবার। কারণ, জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর থেকে বুমরা না থাকলেও ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত সময় পার করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ১৮তম আইপিএল।

২০২৫ আইপিএলে পুরোটা সময় যে বুমরা খেলতে পারবেন না, সেটা নিশ্চিত হওয়া গিয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। কবে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে পাবে, সেটাই এখন শুধু জানার অপেক্ষা। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বুমরা আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ তো মিস করবেনই। এমনকি ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বুমরার খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ক্রিকইনফো জানতে পেরেছে, পিঠের চোটে ভুগতে থাকা বুমরার পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চলছে জানুয়ারি থেকে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে বোলিং ওয়ার্কলোড নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দারুণ কাজ করছেন। ফিটনেস টেস্টের শেষ পর্যায়ে আছেন তিনি।

বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে পুরো ছাড়পত্র পেলেই বুমরা মুম্বাইয়ে যোগ দেবেন ও আইপিএলে খেলবেন। ভারতীয় এই পেসার নিজেকে নিয়ে খুবই সতর্ক এবং মাঠে ফেরার আগ পর্যন্ত পুরোপুরি ফিট থাকাটা নিশ্চিত করতে চাইছেন। ইংল্যান্ডের বিপক্ষে জুনে হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কথাও বিবেচনায় রয়েছে। ২০ জুন লিডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্ট। এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড, লন্ডনের ওভালে হবে সিরিজের শেষ চার টেস্ট। পঞ্চম টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

এবারের আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচ খেলেছে। ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। তাদের নেট রানরেট ‍+০.৩০৯। সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, অশ্বনি কুমার—মুম্বাইয়ের তিন ক্রিকেটারের এবারের আইপিএলেই অভিষেক হয়েছে। বুমরার অনুপস্থিতিতে অশ্বনি, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, পান্ডিয়াকে নিয়ে পেস আক্রমণ সাজাতে হচ্ছে মুম্বাইকে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। ৭ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাই খেলবে আরসিবির বিপক্ষে।

এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত