Ajker Patrika

জয় দিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয় দিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। আবুধাবীতে আয়ারল্যান্ড নারী দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। জবাবে ২ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। 

আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৮ রান। ১৬ রানে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে তিনে নামা নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৬২ রানের জুটি জয় শামীমার। ৪৮ রান করেন শামীমা। ইনিংসে ৭টি চার মারেন এই ওপেনার। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের ৫৩ বলের ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার। 

বাংলাদেশ বোলারদের বোলিং তোপে রান লক্ষ্য তাড়া করতে পারেনি আইরিশরা। ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা খাতুন। দুইটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেগা ও নাহিদা আক্তার। বাংলাদেশ অবশ্য বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছে না ৷ আজই একই মাঠে বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবেন জ্যোতিরা ৷ ম্যাচটি জিতে বাচাইপর্ব উতরে যাওয়ার কাজটা আরও এগিয়ে রাখতে চাইবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত