সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ শামি আছেন দুর্দান্ত ফর্মে। কয়েক দিন আগে শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। সেই শামি ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে নেই দীর্ঘদিন। এবার সেই অপেক্ষা আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি।
গোড়ালির চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শামির। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারত যখন দল ঘোষণা করে, তখন টেস্ট দলে ছিলেন শামি। সুস্থ হওয়া সাপেক্ষে টেস্ট সিরিজে ছিল তাঁর নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে অনুমতি দেওয়া হয়নি। যার ফলে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) তত্ত্বাবধানে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শামির বিকল্প কে, তা এখনো জানানো হয়নি। শামি ছাড়াও এই সিরিজে ভারতের পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। শামি সর্বশেষ টেস্ট খেলেছেন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করে ভারত। সেই সিরিজে খেলেননি শামি।
জোহানেসবার্গে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে পারিবারিক সমস্যার কারণে খেলছেন না দীপক চাহার। অন্যদিকে শ্রেয়াস আয়ার ওয়ানডে সিরিজের শুধু প্রথম ম্যাচটাই খেলবেন। এরপর তিনি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোচ হিসেবে থাকছেন না রাহুল দ্রাবিড়। ওয়ানডে সিরিজে প্রধান কোচ হিসেবে থাকছেন সিতাংশু কোটাক। কোটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকছেন রাজীব দত্ত ও ফিল্ডিং কোচের দায়িত্বে থাকছেন অজয় রাত্রা। ১৯ ও ২১ ডিসেম্বর পোর্ট এলিজাবেথ ও পার্লে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ শামি আছেন দুর্দান্ত ফর্মে। কয়েক দিন আগে শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। সেই শামি ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে নেই দীর্ঘদিন। এবার সেই অপেক্ষা আরও বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি।
গোড়ালির চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না শামির। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারত যখন দল ঘোষণা করে, তখন টেস্ট দলে ছিলেন শামি। সুস্থ হওয়া সাপেক্ষে টেস্ট সিরিজে ছিল তাঁর নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে অনুমতি দেওয়া হয়নি। যার ফলে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়। বর্তমানে তিনি বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) তত্ত্বাবধানে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শামির বিকল্প কে, তা এখনো জানানো হয়নি। শামি ছাড়াও এই সিরিজে ভারতের পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। শামি সর্বশেষ টেস্ট খেলেছেন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করে ভারত। সেই সিরিজে খেলেননি শামি।
জোহানেসবার্গে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে পারিবারিক সমস্যার কারণে খেলছেন না দীপক চাহার। অন্যদিকে শ্রেয়াস আয়ার ওয়ানডে সিরিজের শুধু প্রথম ম্যাচটাই খেলবেন। এরপর তিনি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোচ হিসেবে থাকছেন না রাহুল দ্রাবিড়। ওয়ানডে সিরিজে প্রধান কোচ হিসেবে থাকছেন সিতাংশু কোটাক। কোটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকছেন রাজীব দত্ত ও ফিল্ডিং কোচের দায়িত্বে থাকছেন অজয় রাত্রা। ১৯ ও ২১ ডিসেম্বর পোর্ট এলিজাবেথ ও পার্লে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী দলকে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেবে বলে জানায় বাফুফে। ১০ মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কার আজও বুঝে পাননি মেয়েরা। শুনে এসেছেন শুধুই প্রতিশ্রুতি।
৪ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
৬ ঘণ্টা আগেওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে (২০১২, ২০১৬, ২০১৮)। সামনে আরেকটি এশিয়া কাপ। তবে এবার পঞ্চপাণ্ডবের কেউই নেই। তাই তাঁদের ছাড়া এটি বাংলাদেশের নতুন এক দল। তবে আবেগ নয়, যুক্তি ও বাস্তবতার জায়গা থেকে ধাপে ধাপে সামনে এগোতে চান নির্বাচকেরা।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।
১০ ঘণ্টা আগে