Ajker Patrika

মাশরাফি কি নির্বাচনের জন্য, হাথুরুর পাল্টা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৬
মাশরাফি কি নির্বাচনের জন্য, হাথুরুর পাল্টা প্রশ্ন

চন্ডিকা হাথুরুসিংহে ও মাশরাফি বিন মর্তুজা—গুরু-শিষ্যের এই জুটির সৌজন্যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দলগুলোকে বধ করেছিল। ২০১৫ সালে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। তখন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি আর হাথুরু ছিলেন কোচ। 

হাথুরু থাকাকালীনই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ও নিয়েছিলেন মাশরাফি। গুঞ্জন আছে, হাথুরুই নাকি টি-টোয়েন্টিতে আর মাশরাফিকে চাননি। ২০১৭ সালের সেপ্টেম্বরে হাথুরুও বাংলাদেশ কোচের দায়িত্ব ছাড়েন। ২০২০ সালের পর ওয়ানডেতেও আর খেলেননি মাশরাফি। চোট আর বয়স পক্ষে কথা না বললেও মাঠের পারফরম্যান্স যেন ২৬-এর মতোই নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির। কদিন আগে শেষ হওয়া বিপিএলেই ৭.৬৭ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট। 

এদিকে হাথুরুও দ্বিতীয় দফায় বাংলাদেশ কোচের দায়িত্ব নিয়ে ফিরেছেন। কিন্তু ওয়ানডে ক্রিকেট থেকে এখনো অবসর না নেওয়া মাশরাফিকে কেমন দেখছেন তিনি। তাঁকে নিয়ে কিছু ভাবছেন কি না হাথুরু? আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘নির্বাচনের জন্য?’ সঙ্গে যোগ করলেন, ‘না, আমার মনে হয় না সে আর খেলছে (আন্তর্জাতিক ক্রিকেট)।’

গত পরশু রাতে ঢাকায় পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। খেলোয়াড়দের সঙ্গে কুশলাদি করেছেন গতকালই। বিসিবির ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ বেলা আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কোচ। হাথুরু জানিয়েছেন, চলে গেলেও বাংলাদেশ ক্রিকেটকে সব সময় অনুসরণ করেছেন তিনি এবং সব সময় তাঁর মাথায় কাজ করেছে ফেরার কথাও। 

নতুন করে দায়িত্ব পেয়ে হাথুরু বললেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে চলে যাওয়ার পর থেকেই অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার সব সময়ই কোমল জায়গা ছিল। কারণ, এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট (কাজ)। মাথায় সব সময় ফিরে আসার কথা কাজ করত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত