Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুমনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২: ১৪
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুমনের 

ছয় বছরের বেশি সময় পর আজ বাংলাদেশে এসেছে ইংল্যান্ড দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারে বাংলাদেশ। 

 ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বাংলাদেশ সফর। ইংলিশদের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে সম্ভাবনা জাগিয়েও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিকেরা। এবার বাংলাদেশের সিরিজ জয়ের আশা দেখছেন জানিয়ে সুমন বলেছেন, ‘আমরা কিন্তু বড় বড় দলকে হারাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছি। আমরা যতগুলো সিরিজ জিতেছি, সেখানে দক্ষিণ আফ্রিকারটা সেরা। কারণ দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারানো খুবই কঠিন। আমরা ৫০ ওভারে ধারাবাহিকভাবে পারফর্ম করছি, সবার সঙ্গেই। ভারতও অনেক শক্তিশালী দল নিয়ে এসেছিল। তাদেরও হারালাম। ইংল্যান্ডকে হারানো যাবে না, এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। কিন্তু আমরা যে ধারাবাহিকতায় খেলছি, সেটা রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাই থাকবে।’ 

এই সিরিজ দিয়ে দ্বিতীয় ধাপে বাংলাদেশ দলের কোচের কাজ শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। কেমন করবেন হাথুরু, এ নিয়ে সুমন বলেছেন, ‘চন্ডিকা বাংলাদেশ সম্পর্কে জানে। অন্য কেউ এলে একদম নতুন করে শুরু করতে হতো। সেদিক থেকে সে এক ধাপ এগিয়ে আছে। সে দলটা সম্পর্কে জানে। সংস্কৃতি সম্পর্কে জানে। পরিবেশ সম্পর্কে জানে। সেদিক থেকে ওই সময়টা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে একটু কম লাগবে। আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, বিষয়টা মূলত খেলোয়াড়দের। তাঁরা কেমন পারফর্ম করছে, সেটা গুরুত্বপূর্ণ। ভালো কিছুই হবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। সবাই সবার দায়িত্বটা বুঝে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত