দক্ষিণ আফ্রিকার ১৩ উইকেটের মধ্যে ৮ উইকেটই তাইজুল ইসলামের। বোঝাই যাচ্ছে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তাইজুলকে সামলাতে প্রোটিয়া ব্যাটারদের কতটা বেগ পেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে এই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তাইজুলের। ঘরের মাঠে এখন পর্যন্ত তাইজুলের উইকেট ১৬৫। বাংলাদেশের মাঠে তিনি খেলেছেন ৩৪ টেস্ট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। দুইবার ম্যাচে নেন ১০ উইকেট। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ১৬৩। ঘরের মাঠে তিনি খেলেছেন ৪৫ টেস্ট। বোলিং গড়েও সাকিবের চেয়ে এগিয়ে তাইজুল। ঘরের মাঠে তাইজুল বোলিং করেছেন ২৭.৯৩ গড়ে। সাকিবের বোলিং গড় ৩০.৯২।
মিরপুরে আজ চতুর্থ দিনে শেষ হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ২১ অক্টোবর টেস্টের শুরুর দিনই তাইজুল চেপে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপর। পড়ন্ত বিকেলে প্রোটিয়ারা যে ৬ উইকেট নিয়েছিলেন, প্রথম পাঁচটিই তাইজুলের। তাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।বাংলাদেশিদের মধ্যেও এই মাইলফলকে দ্রুততম ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ২০০ উইকেট নিতে তাঁর লেগেছে ৪৮ টেস্ট। এখানেও পেছনে পড়ে গেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ২০০ উইকেট নিতে লেগেছিল ৫৪ টেস্ট।
দ্বিতীয় ইনিংসেও তাইজুল তাঁর সেরাটা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা এখানে যে ৩ উইকেট হারিয়েছে, তিনটিই তাঁর। এইডেন মার্করামকে বিষাক্ত আর্ম ডেলিভারিতে বোল্ড করেন তাইজুল। টনি দে জর্জি, ডেভিড বেডিংহাম-দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটারকে নিজের ঘূর্ণিজালে দারুণভাবে ফাঁসান তাইজুল। ৪৮ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ২০৪ উইকেট।
তাইজুল যেদিন টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, সেদিনই তাঁকে (তাইজুল) নিয়ে ফেসবুকে পোস্ট করেন তামিম ইকবাল। তাইজুলকে নিয়ে আক্ষেপের সুরেই তামিম লিখেছিলেন, তাইজুলকে নিয়ে তাই আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সব সময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর।’ বাংলাদেশ অধিনায়ক শান্তও সেদিন প্রশংসায় ভাসিয়েছিলেন তাইজুলকে।
টেস্টে বাংলাদেশের মাঠে সর্বোচ্চ উইকেটশিকারি ৫ বোলার
উইকেট
তাইজুল ইসলাম ১৬৫
সাকিব আল হাসান ১৬৩
মেহেদী হাসান মিরাজ ১০৪
মোহাম্মদ রফিক ৬৬
মাশরাফি বিন মর্তুজা ৫১
দক্ষিণ আফ্রিকার ১৩ উইকেটের মধ্যে ৮ উইকেটই তাইজুল ইসলামের। বোঝাই যাচ্ছে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তাইজুলকে সামলাতে প্রোটিয়া ব্যাটারদের কতটা বেগ পেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে এই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তাইজুলের। ঘরের মাঠে এখন পর্যন্ত তাইজুলের উইকেট ১৬৫। বাংলাদেশের মাঠে তিনি খেলেছেন ৩৪ টেস্ট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। দুইবার ম্যাচে নেন ১০ উইকেট। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ১৬৩। ঘরের মাঠে তিনি খেলেছেন ৪৫ টেস্ট। বোলিং গড়েও সাকিবের চেয়ে এগিয়ে তাইজুল। ঘরের মাঠে তাইজুল বোলিং করেছেন ২৭.৯৩ গড়ে। সাকিবের বোলিং গড় ৩০.৯২।
মিরপুরে আজ চতুর্থ দিনে শেষ হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ২১ অক্টোবর টেস্টের শুরুর দিনই তাইজুল চেপে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপর। পড়ন্ত বিকেলে প্রোটিয়ারা যে ৬ উইকেট নিয়েছিলেন, প্রথম পাঁচটিই তাইজুলের। তাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।বাংলাদেশিদের মধ্যেও এই মাইলফলকে দ্রুততম ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ২০০ উইকেট নিতে তাঁর লেগেছে ৪৮ টেস্ট। এখানেও পেছনে পড়ে গেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ২০০ উইকেট নিতে লেগেছিল ৫৪ টেস্ট।
দ্বিতীয় ইনিংসেও তাইজুল তাঁর সেরাটা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা এখানে যে ৩ উইকেট হারিয়েছে, তিনটিই তাঁর। এইডেন মার্করামকে বিষাক্ত আর্ম ডেলিভারিতে বোল্ড করেন তাইজুল। টনি দে জর্জি, ডেভিড বেডিংহাম-দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটারকে নিজের ঘূর্ণিজালে দারুণভাবে ফাঁসান তাইজুল। ৪৮ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ২০৪ উইকেট।
তাইজুল যেদিন টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, সেদিনই তাঁকে (তাইজুল) নিয়ে ফেসবুকে পোস্ট করেন তামিম ইকবাল। তাইজুলকে নিয়ে আক্ষেপের সুরেই তামিম লিখেছিলেন, তাইজুলকে নিয়ে তাই আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সব সময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর।’ বাংলাদেশ অধিনায়ক শান্তও সেদিন প্রশংসায় ভাসিয়েছিলেন তাইজুলকে।
টেস্টে বাংলাদেশের মাঠে সর্বোচ্চ উইকেটশিকারি ৫ বোলার
উইকেট
তাইজুল ইসলাম ১৬৫
সাকিব আল হাসান ১৬৩
মেহেদী হাসান মিরাজ ১০৪
মোহাম্মদ রফিক ৬৬
মাশরাফি বিন মর্তুজা ৫১
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে