Ajker Patrika

দারুণ শুরুর পরও সেশনটা বাংলাদেশের হলো না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ৪৯
দারুণ শুরুর পরও সেশনটা বাংলাদেশের হলো না

তৃতীয় দিনের শুরুর সেশনটা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের প্রয়োজন ছিল উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ছিল টিকে থাকা। দারুণ শুরুর পরও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উইকেটে টিকে থেকে সেশনটা কাটিয়ে দিয়েছে লঙ্কানরা।

আজ ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২১০ রান। স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। উইকেটে ২৫ রানে অপরাজিত অ্যাঞ্জেলা ম্যাথুসের সঙ্গে আছেন ৩০ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের দ্বিতীয় বলেই বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার ইবাদত হোসেন। আগের দিনের নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে শূন্য রানে ফেরান তিনি। নতুন ব্যাটার ম্যাথুসের সঙ্গে জুটি বাধেন আগের দিনের অপরাজিত ব্যাটার দিমুথ করুণারত্নে। তাঁদের ২০ রানের জুটি ভাঙলে ফেরেন করুণারত্নে। দুর্দান্ত এক ডেলিভারিতে লঙ্কান অধিনায়ককে বোল্ড করেন সাকিব আল হাসান।

পঞ্চম উইকেটের জুটিতে ম্যাথুসকে দারুণ সঙ্গ দেন ধনাঞ্জয়া। দ্রুত রান তোলার পাশাপাশি উইকেটও আগলে রাখেন তাঁরা। তাঁদের জুটিতে ভর করেই মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা। অবশ্য শেষ ওভারের ৫ বল বাকি থাকতেই বৃষ্টির আভাস মেলায় মধ্যাহ্ন বিরতিতে যায় দুই দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত