Ajker Patrika

আয়ারল্যান্ডকে হারানোর পরও পাকিস্তানের ওপর রমিজের ক্ষোভ 

আয়ারল্যান্ডকে হারানোর পরও পাকিস্তানের ওপর রমিজের ক্ষোভ 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তানকে নিয়ে চলতে থাকে সমালোচনা। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর বাবর আজম জানিয়েছেন, তিনি স্বস্তি পেয়েছেন। তবে রমিজ রাজা খুঁত ধরেছেন পাকিস্তান দলের। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সামনে ছিল ১৯৪ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে নিশ্চিত করে ৭ উইকেটের জয়। তবে জয়ের পথ অতটা মসৃণ ছিল না পাকিস্তানের জন্য। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান ৭৮ বলে ১৪০ রানের যে জুটি গড়েছেন, সেই জুটি এত দূর গিয়েছে আয়ারল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের কারণে। রিজওয়ান ও ফখর—পাকিস্তানের দুই ব্যাটারেরই ক্যাচ ফেলেছেন গ্রাহাম হিউম। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন। মোহাম্মদ আমিরও ছিলেন খরুচে। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ ম্যাচ শেষে বলেন, ‘তারা ২০০ রান দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। মনে হচ্ছে আমাদের বোলাররা বেশ পিছিয়ে পড়ে। যদি তারা রিজওয়ান ও জামানের ক্যাচ ধরত, তাহলে পাকিস্তানের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেত। পাকিস্তানের সেরা বোলাররা আয়ারল্যান্ডের বিপক্ষে অনেক রান দিচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য তা কঠিন হয়ে যাবে।’ 

পাকিস্তানের বোলিং ইউনিটের দুর্দশা চলছে ২০২৩ বিশ্বকাপ থেকেই। শাহিন সর্বোচ্চ ১৮ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। আরেক পেসার হারিস রউফ রান বিলিয়েছেন মুক্তহস্তে। বোলারদের পারফরম্যান্স নিয়ে রমিজ বলেন, ‘পাকিস্তানের সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর। ভারতে গত বছরের বিশ্বকাপ থেকে বেশ সংগ্রাম করছে তারা। দুই বল ভালো হচ্ছে, তো পরের বলগুলো খারাপ। তাতে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত