Ajker Patrika

শত বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট

শত বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট

ধীরে ধীরে পথটা উজ্জ্বল হচ্ছে। দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার পথ। অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফেরানোর যে সুপারিশ করা হয়েছিল তা আজ গ্রহণ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

আজ মুম্বাইয়ে কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইওসি। সুপারিশ গ্রহণ করার অর্থ ২০২৮ সালে হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেটকে নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে মুম্বাইয়ের বোর্ড সভায়। 

গত ১০ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ক্রিকেটের সঙ্গে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির কথা জানিয়েছিল ২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ। 

সুপারিশ গ্রহণের বিষয়ে আইওসির সভাপতি থমাস বার্ক বলেছেন, ‘আইওসির কার্যনির্বাহী সভায় এই প্রস্তাবগুলো গ্রহণ করার কারণ ২০২৮ অলিম্পিকের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ক্রীড়াগুলো অলিম্পিককে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নতুন ক্রীড়াবিদ এবং অনুরাগী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।’ 

সর্বশেষ ১৯০০ প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট। আনুষ্ঠানিক ঘোষণা আসলে ক্রিকেট হবে টি-টোয়েন্টি সংস্করণে। নারী-পুরুষ উভয় বিভাগে ৬টি করে দল খেলার সুযোগ পাবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ ৬ দল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত