নিষেধাজ্ঞা থাকায় এশিয়ান গেমস নারী ক্রিকেটের দুই ম্যাচ খেলতে পারেননি হারমানপ্রীত কৌর। কোয়ার্টার, সেমিফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি মান্ধানা। আর ভারত ফাইনালে ওঠায় অধিনায়ক হয়েই ফিরেছেন হারমানপ্রীত। ফেরার ম্যাচটাই হয়ে থাকল স্মরণীয়। শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের স্বর্ণ জিতল ভারতীয় দল।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে ফাইনালে আজ ভারতের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা শুরুতেই হোঁচট খায়। ৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৪ রান। অধিনায়ক চামারি আতাপাত্তু, উইকেটরক্ষক আনুস্কা সঞ্জীবনী, ভিশ্মি গুনারত্নে-লঙ্কার প্রথম ৩ উইকেটই নিয়েছেন ভারতের পেস বোলার তিতাস সাধু। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হাশিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা। চতুর্থ উইকেটে ৩৩ বলে ৩৬ রানের জুটি গড়েন পেরেরা ও ডি সিলভা। দশম ওভারের পঞ্চম বলে পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রাজেশ্বরী গায়কোয়াড। ২২ বলে ২৫ রান করেন পেরেরা।
পেরেরা ফেরার পর শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৪ উইকেট ৫০ রান। এরপর উইকেটে আসেন ওশাদি রনসিঙ্গে। শেষ ৬১ বলে ৬ উইকেট হাতে নিয়ে দরকার ছিল ৬৭ রান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারেনি শ্রীলঙ্কা। ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করেছে ৪৭ রান। ২০ ওভারে ৮ উইকেটে আটকে যায় লঙ্কানদের ইনিংস। অধিনায়ক হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার দিনই এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছেন হারমানপ্রীত। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারমানপ্রীত, মেগ ল্যানিং-এই দুই ক্রিকেটার অধিনায়ক হিসেবে ম্যাচের সেঞ্চুরি করেছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। প্রথমে ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই এগোতে থাকে ভারত। ১৪.৪ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে তারা। শ্রীলঙ্কার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংসের ধস নামে এখান থেকেই। শেষ ৩২ বলে ৬ উইকেট হারিয়ে ভারত যোগ করেছে ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতীয়রা করে ১১৬ রান। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন স্মৃতি মান্ধানা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন জেমিমা রদ্রিগেজ। মান্ধানা, রদ্রিগেজ ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন সুগন্দিকা কুমারী, আইনোকা রনবীরা ও উদেশিকা প্রবোধনি।
নিষেধাজ্ঞা থাকায় এশিয়ান গেমস নারী ক্রিকেটের দুই ম্যাচ খেলতে পারেননি হারমানপ্রীত কৌর। কোয়ার্টার, সেমিফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি মান্ধানা। আর ভারত ফাইনালে ওঠায় অধিনায়ক হয়েই ফিরেছেন হারমানপ্রীত। ফেরার ম্যাচটাই হয়ে থাকল স্মরণীয়। শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের স্বর্ণ জিতল ভারতীয় দল।
হাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে ফাইনালে আজ ভারতের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা শুরুতেই হোঁচট খায়। ৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৪ রান। অধিনায়ক চামারি আতাপাত্তু, উইকেটরক্ষক আনুস্কা সঞ্জীবনী, ভিশ্মি গুনারত্নে-লঙ্কার প্রথম ৩ উইকেটই নিয়েছেন ভারতের পেস বোলার তিতাস সাধু। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হাশিনি পেরেরা ও নিলাক্ষী ডি সিলভা। চতুর্থ উইকেটে ৩৩ বলে ৩৬ রানের জুটি গড়েন পেরেরা ও ডি সিলভা। দশম ওভারের পঞ্চম বলে পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রাজেশ্বরী গায়কোয়াড। ২২ বলে ২৫ রান করেন পেরেরা।
পেরেরা ফেরার পর শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৪ উইকেট ৫০ রান। এরপর উইকেটে আসেন ওশাদি রনসিঙ্গে। শেষ ৬১ বলে ৬ উইকেট হাতে নিয়ে দরকার ছিল ৬৭ রান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারেনি শ্রীলঙ্কা। ৪ উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করেছে ৪৭ রান। ২০ ওভারে ৮ উইকেটে আটকে যায় লঙ্কানদের ইনিংস। অধিনায়ক হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার দিনই এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছেন হারমানপ্রীত। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারমানপ্রীত, মেগ ল্যানিং-এই দুই ক্রিকেটার অধিনায়ক হিসেবে ম্যাচের সেঞ্চুরি করেছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। প্রথমে ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই এগোতে থাকে ভারত। ১৪.৪ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে তারা। শ্রীলঙ্কার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের ইনিংসের ধস নামে এখান থেকেই। শেষ ৩২ বলে ৬ উইকেট হারিয়ে ভারত যোগ করেছে ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতীয়রা করে ১১৬ রান। ভারতের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন স্মৃতি মান্ধানা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন জেমিমা রদ্রিগেজ। মান্ধানা, রদ্রিগেজ ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন সুগন্দিকা কুমারী, আইনোকা রনবীরা ও উদেশিকা প্রবোধনি।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে