Ajker Patrika

জয়ের ম্যাচে জরিমানা গুনেছেন কোহলিরা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৫: ১৭
জয়ের ম্যাচে জরিমানা গুনেছেন কোহলিরা

আইপিএলে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হারার ম্যাচে শুধু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও শাস্তি পেলেও এবার একাদশে সুযোগ পাওয়া সবাই শাস্তি পেয়েছেন। 

সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে বেঙ্গালুরু। হালকা চোটের কারণে ডু প্লেসিস ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে ব্যাটিং করায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন বিরাট কোহলি। ফলে তাঁর ওপরই শাস্তির খড়্গটা পড়েছে বেশি। বাংলাদেশি মুদ্রায় ভারতীয় ব্যাটারকে ৩১ লাখ টাকা গুনতে হবে। 

শুধু অধিনায়কই নন, কোহলির অন্য সতীর্থদেরও জরিমানা গুনতে হবে। সতীর্থদের মধ্যে ইমপ্যাক্টের তালিকায় থাকায় দলটির নিয়মিত অধিনায়ক ডু প্লেসিসকেও গুনতে হবে। তাঁরা ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ লাখ টাকা দিতে হবে। 

রাজস্থানের বিপক্ষে ম্যাচের জন্য শাস্তি পেলেও সেদিন মাঠের খেলায় জয় পেয়েছিল বেঙ্গালুরু। প্রতিপক্ষকে ১৯০ রানের লক্ষ্য দিয়ে ৭ রানের জয় পায় তারা। ওই দিনের জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে তারা। ১০ পয়েন্টে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস বাদে বেঙ্গালুরুর সমান ৮ পয়েন্ট নিয়ে কোহলিদের উপরে আছে আরও তিনটি দল। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষক্রম অনুযায়ী রাজস্থান, লক্ষ্ণৌ ও গুজরাট টাইটানস রয়েছে পরের স্থানগুলোয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত