Ajker Patrika

লঙ্কানদের হারিয়ে বাংলাদেশের মেয়েদের বিজয় দিবসের উপহার

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে লঙ্কানদের ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।  ছবি: এসিসি
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে লঙ্কানদের ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এসিসি

বিজয় দিবসের দিনে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। সেন্ট ভিনসেন্টে সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। কয়েক ঘণ্টা পর মালয়েশিয়া থেকে সুখবর দিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

২০২৪ নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী মৌসুম গতকাল শুরু হলেও বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে আজ।কুয়ালালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ২৮ রানের সহজ পায় বাংলাদেশ।

১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০.৫ ওভারে ৫৮ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে রাশমিকা সেওয়ান্দি ও দাহামি সানেথমা গড়েন ২৫ বলে ২৫ রানের জুটি। এই জুটিটাই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ। ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানে থেমে যায় লঙ্কানরা।

শ্রীলঙ্কার ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন সাঞ্জানা কাভিন্দি। ১৩ বলে ৫ চারে ২১ রান করেন লঙ্কান এই ওপেনার। বাংলাদেশের সুমাইয়া আকতার নিয়েছেন ৩ উইকেট। ২ ওভারে দিয়েছেন ১২ রান।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে ১৭ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৭ ওভারে ৯ উইকেটে করেছে ১২২ রান। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আকতার। শ্রীলঙ্কার সেওয়ান্দি নিয়েছেন ৪ উইকেট। ৩ ওভারে দিয়েছেন ২৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত