Ajker Patrika

এই দর্শকের কাজই ভারতের ম্যাচে মাঠে ঢুকে পড়া

এই দর্শকের কাজই ভারতের ম্যাচে মাঠে ঢুকে পড়া

‘ন্যাড়া বেলতলায় একবারই যায়’-ড্যানিয়েল জার্ভিস নামের এক দর্শক হয়তো জনপ্রিয় এই বাংলা প্রবাদের কথা জানেন না। মাঠে হুটহাট ঢোকে পড়ায় জরিমানা গুনেছেন, হয়েছেন নিষিদ্ধও। তবু ভারতের ম্যাচ হলে তিনি যেন একটু বেশিই রোমাঞ্চিত হয়ে পড়েন। 

‘জার্ভো ৬৯’ নামে পরিচিত জার্ভিস মূলত ইউটিউব সেলিব্রিটি। ২০২১ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়েই মূলত লাইমলাইটে আসেন তিনি। হেডিংলিতে তখন সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল। রোহিত শর্মার উইকেট যাওয়ার পর মাঠে প্যাড, গার্ড পরে উইকেটে ব্যাটিং করতে যান জার্ভো। কিছুক্ষণ পর মাঠের নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে অনেক কষ্টে মাঠ থেকে বের করেন। এমনকি তাঁকে হেডিংলি থেকে আজীবন নিষিদ্ধ ও মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের (সিসিসি) এক মুখপাত্র তখন বলেন, ‘ড্যানিয়েল জার্ভিসকে আজীবনকে নিষিদ্ধ করা হয়েছে হেডিংলি থেকে। আর্থিক জরিমানাও করা হচ্ছে।’ একই সিরিজে দুইবার তিনি মাঠে হুটহাট ঢুকে পড়েন। এর আগে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জার্ভোর মাঠে ঢুকে পড়ায় হতভম্ব হয়ে গিয়েছিলেন দর্শকেরা। 

সেই ঘটনার দুই বছরেরও বেশি সময় পর ২০২৩ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন জার্ভো। ৮ অক্টোবর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় ভারতের ২০২৩ বিশ্বকাপ মিশন। ম্যাচ শুরুর আগে ঢুকে পড়েন সেই ‘জার্ভো’। এরপরই নিরাপত্তা কর্মীরা তাঁকে (জার্ভো) জোর করে টেনে নিয়ে যেতে থাকেন। জার্ভোর যাওয়ার পথে বিরাট কোহলি বলেন, ‘আমি তোমার ভিডিও খুব পছন্দ করি। তবে ঘটনা এখানেই বন্ধ হওয়া দরকার।’ এরপরই বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাঁকে নিষিদ্ধ করে। আইসিসির এক মুখপাত্র তখন পিটিআইকে বলেন, ‘এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত